ইন্সটাগ্রামের জন্য ভিডিও রোটেট করুন
আড়াআড়ি বাঁকানো ও উল্টো ভিডিও ঠিক করে ইন্সটাগ্রামে শেয়ার করুন








ইন্সটাগ্রাম ফীড পোস্ট, স্টোরি, আইজিটিভির জন্য ভিডিও রোটেশন
এমন একটি ইন্সটাগ্রাম ভিডিও ঠিক করতে চাচ্ছেন, যা বাঁকানো অবস্থায় বা উল্টো করে ফিল্ম করা হয়েছে? এখন আপনি VEED এ তা করতে পারেন। আপনাকে শুধু ফাইলটি আপলোড করতে হবে, এটিকে সঠিক ওরিয়েন্টেশনে সেট করুন, এরপর ইন্সটাগ্রামে শেয়ার করার জন্য আপনার ভিডিও সংরক্ষণ করুন। ইন্সটাগ্রাম অ্যাপ এ ভিডিও ফাইল রোটেট করার কোন অপশন নেই। সৌভাগ্যক্রমে, VEED এর অনলাইন এডিটরে আপনার ভিডিও রোটেট করা ফ্রী ও সহজ এবং আপনি শীঘ্রই আপনার আইজি পেজ এ এটি পোস্ট করতে পারবেন।
কিভাবে একটি ভিডিও ফ্লিপ করবেন
1ভিডিও আপলোড করুন
আপনার কম্পিউটার বা ফোন থেকে ভিডিও ফাইল সিলেক্ট করুন।
2ভিডিওটি রোটেট করুন
আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ইমেজে ক্লিক করুন এবং এর উপর একটি রোটেটিং চিহ্ন চলে আসবে। আপনার ভিডিওর ওরিয়েন্টেশন অ্যাডজাস্ট করতে এই বাটনটি টানুন। আপনি 'অ্যাডজাস্ট' ট্যাবের অধীনে রোটেশনের সঠিক কোণ টাইপ করতে পারেন।
3রোটেট করা ভিডিওটি সংরক্ষণ করুন
'রপ্তানি করুন' এ ক্লিক করুন এবং রোটেট করা ভিডিওটি সংরক্ষণ করুন, যা এরপর আপনি আপনার ইন্সটাগ্রাম পেজ এ পোস্ট করতে পারবেন।

'ভিডিও রোটেট করা'র টিউটোরিয়াল
ইন্সটাগ্রামের জন্য ভিডিও রোটেট করুন, সহজ পদক্ষেপেই
আপনি আপনার ভিডিও ফিল্ম করার জন্য কঠোর পরিশ্রম করেন এবং নিশ্চিত করেন যেন এটি আপনার পরিকল্পনা অনুযায়ীই হয়। আপনার পছন্দমত ওরিয়েন্টেশনে ভিডিও রোটেট করা অতটা কঠিন কাজও না! VEED এর মাধ্যমে এতে মাত্র ৩ টি দ্রুত ও সহজ ধাপ প্রয়োজনঃ আপলোড করুন, রোটেট করুন ও সংরক্ষণ করুন।
আইফোন, এন্ড্রয়েড বা পিসিতে ভিডিও এডিট করুন
আপনার ভিডিও এডিট করার জন্য কোন সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। আপনি বিনামূল্যে VEED ব্যবহার করতে পারেন, আপনার মোবাইল ডিভাইস ও আপনার কম্পিউটার থেকে। শুধু আপনার ব্রাউজার থেকে এখানে চলে যানঃ www.veed.io এবং এডিট করা শুরু করুন! অ্যাপ স্টোরে আপনার প্রয়োজনমত ভিডিও এডিটর খুঁজতে গিয়ে পরিশ্রম করাকে বিদায় জানান।
আপনার সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতে ফিট করার জন্য প্রিসেট সাইজ
আপনার যে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে আপনার ভিডিও পোস্ট করতে চান, তার উপর ভিত্তি করে VEED আপনাকে স্বয়ংক্রিয়ভাবে আপনার ক্যানভাস রিসাইজ করতে দেয়। ফেসবুক, ইন্সটাগ্রাম স্টোরিজ, আইজিটিভি, ইন্সটাগ্রাম ফীড, ইউটিউব, টিকটক, যাই হোক না কেন, আপনি ক্যানভাস সেট করতে পারেন এবং সঠিক অ্যাসপেক্ট রেশিওতে আপনার ভিডিওর ডাইমেনশনগুলো সহজেই অ্যাডজাস্ট করতে পারেন।
আপনার ইন্সটাগ্রাম ভিডিওগুলো কাস্টমাইজ করুন
আপনার ভিডিও কন্টেন্ট এ ব্যক্তিগত ছোঁয়া দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্র্যান্ড লোগো, টেক্সট, ফিল্টার ও অন্যান্য ইফেক্ট যুক্ত করুন। আপনার ফলোয়ারদের ভিডিও দেখার অভিজ্ঞতাকে আরও আনন্দঘন করে তুলুন এবং আপনার ব্র্যান্ডকে অবিস্মরণীয় করুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
আপনার ইন্সটাগ্রাম ভিডিওগুলো রোটেট করুন এবং আরও অনেক কিছু
VEED এ অডিও এনহেন্স করা, মিউজিক ও সাউন্ড ইফেক্ট যুক্ত করা, টেক্সট, লোগো ও ইমেজ যুক্ত করা, সাবটাইটেল অটো-জেনারেট করা এবং আরও অনেক কিছু করার জন্য সহজেই ব্যবহারযোগ্য টুল রয়েছে। প্রিমিয়ার প্রো বা মুভি মেকার এর জন্য কোন টাকা খরচ করতে হবে না। VEED এর ফ্রী অনলাইন ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করে আপনি সহজেই প্রফেশনাল ও আপনার ব্র্যান্ডকে পারসোনালাইজ করে এমন ভিডিওর মাধ্যমে আপনার ইন্সটাগ্রাম ফলোয়ারদের সংখ্যা বাড়াতে পারেন।
