WEBM রিসাইজ করুন
আপনার WEBM ভিডিও ফাইল রিসাইজ করুন। অনলাইনে, সহজেই ব্যবহারযোগ্য!








WEBM অ্যাসপেক্ট রেশিও রিসাইজ করুন
আপনার ওয়েবসাইটে পরিবর্তন আনতে এবং কন্টেন্ট উন্নত করতে আপনার WEBM ফাইল রিসাইজ করতে চান? আপনি কি আপনার ইউটিউব চ্যানেলে আপনার রিসাইজ করা ভিডিও আপলোড করে ট্রাফিক বাড়াতে চান? VEED এর মাধ্যমে রিসাইজ ও এডিট করা একেবারেই সহজ। আপনি আপনার সৃজনশীল কন্টেন্ট তৈরিতে মনোযোগ দিতে পারেন। VEED এর প্রিসেট সাইজগুলো থেকে কেবল একটি সিলেক্ট করুন এবং আপনার ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে পোস্ট করুন। টিকটক (9:16), ইউটিউব (16:9), টুইটার (4:5) বা অন্যান্য প্লাটফর্মের জন্য শুধু একটি মাত্র ক্লিকেই আপনার WebM ভিডিও সঠিকভাবে রিসাইজ হয়ে যাবে!
কোন সফটওয়্যার ডাউনলোড করতে হবে না, শুধু অনলাইনে রিসাইজ করুন। VEED ও WebM উভয়ই ম্যাক, উইন্ডোজ, আইফোন ও এন্ড্রয়েড এ কাজ করে। VEED এর ভিডিও এডিটর আপনার WEBM ভিডিওর প্রস্থ ও উচ্চতা রিসাইজ ও স্কেল করে দিবে, এতে করে আপনি ভিডিও ফ্রেম সাইজ বাড়াতে বা কমাতে পারেন। VEED ব্যবহার করে আপনি আপনার ব্র্যান্ডের কন্টেন্ট এবং আপনার ভালবাসার কাজগুলো তৈরিতে মনোযোগ দিতে পারেন। আপনি আমাদের ভিডিও এডিটর ব্যবহার করে আপনার WEBM ভিডিও রিসাইজ করুন এবং দেখুন কত সহজে এবং দ্রুততার সাথে আপনি অনলাইনে আপনার কাজ শেয়ার করতে পারেন!
আমি কিভাবে একটি WebM ফাইল রিসাইজ করতে পারি
1আপলোড করুন
'WEBM ফাইল সিলেক্ট করুন' এ ক্লিক করে আপনার WebM ভিডিও আপলোড করুন!
2রিসাইজ করুন
ভিডিও এডিটরে আপনার ভিডিও আপলোড করুন, 'সেটিংস' এ ক্লিক করুন এবং 'সাইজ' ড্রপডাউন মেনু থেকে আপনার অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করুন।
3ডাউনলোড করুন
'রপ্তানি করুন' এ ক্লিক করে আপনার রিসাইজ করা WebM ফাইলটি ডাউনলোড করুন।

'WEBM ফাইল রিসাইজ করা'র টিউটোরিয়াল
অ্যাসপেক্ট রেশিও কনভার্ট করুন
আপনার ভিডিওর অ্যাসপেক্ট রেশিও কনভার্ট করলে তা প্রফেশনাল ও সঠিকভাবে ফরম্যাট করা কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। VEED এর মাধ্যমে আপনার WEBM ভিডিওর ডাইমেনশন পরিবর্তন করা একেবারেই সহজ। আমাদের প্রিসেট সাইজগুলো ব্যবহার করুন, ইউটিউব ভিডিও মেকার (16:9) ও ইন্সটাগ্রাম স্টোরি (9:16) থেকে শুরু করে লিংকডইন ল্যান্ডস্কেপ (2.4:1) পর্যন্ত এবং কয়েকটি ক্লিকেই সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং স্ট্যান্ডার্ড নিশ্চিত করুন। রিসাইজ করা, খালি জায়গা কেটে ফেলা বা প্রস্থ ও উচ্চতা পরিবর্তন করা, যে কোন বিষয়ে VEED এর আসপেক্ট রেশিও কনভার্টার আপনাকে প্রফেশনাল কন্টেন্ট তৈরিতে সাহায্য করে।
ভিডিও কম্প্রেসার
WEBM ফাইল সাধারণত ছোট হয়, কিন্তু আপনি তাও এগুলো আরও কম্প্রেস করতে চাইতে পারেন। কম্প্রেশন একটি গুরুত্বপূর্ণ টুল, কারণ এটি ফাইল ডাউনলোড করা, ইমেইলে অ্যাটাচ করা এবং দ্রুত আপলোড করা আরও সহজ করে দেয়। VEED এর ভিডিও কম্প্রেসার আপনার WebM ফাইলের সাইজ কমিয়ে দেয়, তাই আপনি ভিডিও অ্যাটাচমেন্ট যুক্ত করতে পারেন, যেহেতু তারা তাদের লিমিট অতিক্রম করবে না। আপনার ভিডিওর কোয়ালিটি সেট করতে আপনি আপনার ভিডিওর রেজোলিউশন 4k, 1080p, 720p, 360p ইত্যাদিতেও পরিবর্তন করতে পারেন।
স্ট্রিমিং ও ডাউনলোড বাড়ান
সোশ্যাল মিডিয়া স্ট্যান্ডার্ডে আপনার WebM ভিডিও রিসাইজ করে স্ট্রিম ও ডাউনলোড বাড়ান। VEED এর সহজ ভিডিও রিসাইজার আপনাকে কয়েকটি ক্লিকেই আপনার ভিডিওগুলো আপলোড করতে দেয় এবং দ্রুতই আপনাকে দেখায় আপনার নতুন ভিডিও কেমন দেখাচ্ছে। আপনার ভিডিও যেন সেরা দেখায় সেজন্য VEED এ ইন্সটাগ্রাম, ফেসবুক, টুইটার ও অন্যান্য সোশ্যাল প্লাটফর্মের জন্য অ্যাসপেক্ট রেশিও ডাইমেনশন রয়েছে!
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
অ্যাসপেক্ট রেশিও পরিবর্তন করা ছাড়াও আরও অনেক কিছু
VEED আপনার WebM ভিডিও বা অন্যান্য ভিডিও ফাইল রিসাইজ করা ছাড়াও আরও অনেক কিছু করতে পারে। VEED একটি অনলাইন, ফ্রী ভিডিও এডিটিং অ্যাপ, যা শত শত উপায়ে আপনার ভিডিও পরিবর্তন করতে পারে। আপনি আপনার ভিডিওর গতি পরিবর্তন করুন, লোগো ও স্টিকার যুক্ত করুন, আপনার ভিডিও ট্রান্সক্রাইব করুন, মিউজিক যুক্ত করুন এবং আরও ভিডিও এডিটিং ফিচার ব্যবহার করুন, VEED আপনার জন্য মজার মজার কন্টেন্ট তৈরি করা এবং আপনার অনলাইন ব্র্যান্ড তৈরি করার কাজ অনেক সহজ করে দেয়।
