ইউটিউব মিউজিক ভিজুয়ালাইজার
ইউটিউব ভিডিওর জন্য সাউন্ড-রেস্পন্সিভ ভিজুয়াল তৈরি করুন। অনলাইন, বিনামূল্যে








ইউটিউব এর জন্য মিউজিক ভিজুয়ালাইজার
শক্তিশালী ভিজুয়াল ব্যবহার করে আপনার প্রিয় মিউজিক ভিডিওকে জীবিত হয়ে উঠতে দেখুন। একটি ইউটিউব ভিডিওতে মিউজিক ভিজুয়ালাইজার যুক্ত করুন এবং স্ক্রিনে অ্যানিমেটেড সাউন্ড ওয়েভ প্লে হওয়ার সময় তা উপভোগ করতে করতে আপনার প্রিয় গান শুনুন। আমাদের ফ্রী ভিডিও এডিটর আপনাকে যে কোন ভিডিওতে সহজেই সাউন্ড-রেস্পন্সিভ ভিজুয়াল ইফেক্ট যুক্ত করতে সাহায্য করে। শুধু URL ফিল্ডে একটি ইউটিউব লিংক পেস্ট করুন এবং VEED ভিডিওটি এডিটরে আপলোড করে নিবে। আপনি এরপর ইউটিউব ভিডিওতে যুক্ত করার জন্য অনেকগুলো মিউজিক ভিজুয়ালাইজার স্টাইল থেকে একটি সিলেক্ট করতে পারেন। এতে মাত্র কয়েকটি ক্লিক লাগে!
কিভাবে একটি ইউটিউব ভিডিওতে মিউজিক ভিজুয়ালাইজার যুক্ত করবেনঃ
1একটি ইউটিউব লিংক পেস্ট করুন
ইউটিউব লিংকটি কপি করে এডিটরে পেস্ট করুন। VEED আপনার জন্য ভিডিওটি আপলোড করবে।
2সাউন্ড ওয়েভ যুক্ত করুন
বামদিকের মেনু থেকে 'এলিমেন্ট' এ ক্লিক করুন এবং 'সাউন্ড ওয়েভ যুক্ত করুন' পর্যন্ত স্ক্রল ডাউন করুন। একটি টেমপ্লেট সিলেক্ট করে ডিসপ্লে কাস্টমাইজ করুন।
3ডাউনলোড করুন
'রপ্তানি করুন' এ ক্লিক করুন। অ্যানিমেটেড মিউজিক ভিজুয়ালাইজার সহ ইউটিউব ভিডিওটি আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে।

‘ইউটিউব এর জন্য মিউজিক ভিজুয়ালাইজার’ টিউটোরিয়াল
ভিজুয়াল ইফেক্ট সহ আপনার গান শুনুন
আপনি এখন আপনার প্রিয় ইউটিউব মিউজিক ভিডিওগুলো ভিজুয়াল ইফেক্ট সহ দেখতে পারেন। একটি মিউজিক ভিজুয়ালাইজার যুক্ত করলে আপনার প্রিয় গানগুলো আরও উপভোগ্য হয়ে উঠবে। শুধু একটি ইউটিউব লিংক পেস্ট করুন, এলিমেন্ট টুলবার থেকে একটি ভিজুয়ালাইজার যুক্ত করুন এবং আপনার ভিডিও একটি MP4 ফাইল হিসেবে রপ্তানি করুন। সব জনপ্রিয় মিডিয়া প্লেয়ারে আপনার নতুন ভিডিওটি দেখুন!
বিভিন্ন ভিজুয়ালাইজার স্টাইল থেকে সিলেক্ট করুন
পছন্দ করার জন্য অনেক রকম মিউজিক ভিজুয়ালাইজার স্টাইল রয়েছে। আপনি যতগুলো ইচ্ছা, ততগুলো সাউন্ড ওয়েভ যুক্ত করতে পারেন। এগুলোকে ভিডিও ফ্রেম এর যে কোন জায়গায় রাখুন - উপরে, নিচে, কোণায় বা মাঝে। কালার, ওপাসিটি ও আরও অনেক কিছু পরিবর্তন করে এগুলোকে কাস্টমাইজ করুন। সম্ভাবনা অন্তহীন!
ইউটিউব ভিডিও এডিট করুন
আপনি VEED এর ফ্রী ভিডিও এডিটর ব্যবহার করে যে কোন ইউটিউব ভিডিও এডিট করতে পারেন। ভিডিও ডাউনলোড করে পৃথকভাবে আপলোড করতে হবে না। শুধু এডিটরে লিংকটি পেস্ট করুন এবং VEED আপনার জন্য ভিডিওটি আপলোড করে নিবে। আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করার জন্য আপনার ভিডিও ক্রপ, রোটেট ও রিসাইজ করতে পারেন। টেক্সট, ইমেজ, অডিও ও আরও অনেক কিছু যুক্ত করুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি ইউটিউব মিউজিক ভিজুয়ালাইজার ছাড়াও আরও অনেক কিছু
VEED এর মাধ্যমে আপনি একটি ইউটিউব ভিডিওতে বিভিন্ন রকমের এলিমেন্ট যুক্ত করতে পারেন। আপনার ভিডিওগুলোতে ইমেজ, টেক্সট ও ক্যাপশন যুক্ত করুন। আপনার ভিডিওগুলোকে আরও আকর্ষণীয় করে তুলুন! আপনি আপনার নিজস্ব অডিও ফাইল আপলোড করতে পারেন, যা ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সাউন্ড ইফেক্ট তৈরির জন্য একেবারে পারফেক্ট। VEED একটি পরিপূর্ণ ভিডিও এডিটিং সফটওয়্যার। বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে ফিট করার জন্য আপনার ভিডিওগুলোকে ক্রপ, রোটেট ও রিসাইজ করুন। এ সব কিছুই করুন, সরাসরি আপনার ব্রাউজার থেকে!
