অডিও ওয়েভফর্ম জেনারেটর
আপনার ভিডিওগুলোতে অ্যানিমেটেড ওয়েভফর্ম যুক্ত করুন। অনলাইন, বিনামূল্যে








অনলাইনে সাউন্ড ওয়েভ অ্যানিমেশন যুক্ত করুন
VEED এর অডিও ওয়েভফর্ম জেনারেটর ব্যবহার করে আপনি একটি মাত্র ক্লিকেই আপনার ভিডিওগুলোতে অসাধারণ সাউন্ড ওয়েভ যুক্ত করতে পারেন। ভিন্ন ভিন্ন থিম ও স্টাইল থেকে সিলেক্ট করুন এবং সাউন্ড ফ্রিকুয়েন্সির উপর ভিত্তি করে সাউন্ড ওয়েভটিকে অ্যানিমেট হতে দেখুন। আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যার আপনার ভিডিওর আসল অডিও সনাক্ত করতে পারে বা আপনি একটি অডিও ফাইল যুক্ত করতে পারেন। দুর্দান্ত সব মিউজিক ভিডিও ফেসবুক, টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করুন।
কিভাবে একটি ভিডিওতে অডিও ওয়েভফর্ম যুক্ত করবেনঃ
1একটি ভিডিও আপলোড করুন
VEED এ একটি ভিডিও আপলোড করুন। 'ভিডিও সিলেক্ট করুন' এ ক্লিক করে শুরু করুন। আপনার ভিডিও ফাইলগুলো সিলেক্ট করুন বা এডিটরে টেনে এনে ছেড়ে দিন।
2ওয়েভফর্ম জেনারেট করুন
আপনি বামদিকের মেনু থেকে 'এলিমেন্ট' এ ক্লিক করে স্বয়ংক্রিয়ভাবে একটি ওয়েভফর্ম তৈরি করতে পারেন। 'সাউন্ড ওয়েভ যুক্ত করুন' এর অধীনে থাকা একটি ওয়েভফর্ম স্টাইল সিলেক্ট করুন। এটিকে আপনার ইচ্ছামত কাস্টমাইজ করুন।
3রপ্তানি করুন
আপনি এখন আপনার ভিডিওটি 'রপ্তানি করুন' এ ক্লিক করে ডাউনলোড করতে পারেন।

‘অডিও ওয়েভফর্ম জেনারেটর‘ টিউটোরিয়াল
ফ্রী অনলাইন ওয়েভফর্ম জেনারেটর
VEED এর মাধ্যমে আপনার ভিডিওতে অ্যানিমেটেড ওয়েভফর্ম যুক্ত করা একেবারেই ফ্রী! আপনি চাইলে একটি একাউন্ট তৈরি করতে পারেন, যা আপনার সবগুলো প্রজেক্ট একই জায়গায় সংরক্ষণ করার সুযোগ দেয়, কিন্তু তা বাধ্যতামূলক না। আপনি যতগুলো ইচ্ছা, ততগুলো সাউন্ড ওয়েভ যুক্ত করতে পারেন। আপনাকে শুধু আপনার ভিডিও আপলোড করতে হবে, 'এলিমেন্ট' এ ক্লিক করতে হবে এবং একটি সাউন্ড ওয়েভ সিলেক্ট করতে হবে। সহজ!
আপনার সাউন্ড ওয়েভ কাস্টমাইজ করুন
সৃজনশীল হন এবং আপনার সাউন্ড ওয়েভ নিয়ে সব রকমের কাস্টমাইজেশন করুন। আপনি এটিকে ভিডিও ফ্রেম এর যে কোন জায়গায় রাখুন - কোণায়, মাঝে, বা আপনার যেখানে ইচ্ছা! আপনি এটির সাইজ পরিবর্তন করার জন্য টেনে এনে ছেড়ে দিতে পারেন। এটিকে আনুভূমিকভাবে বা উল্লম্বভাবে রাখুন, ভিন্ন ভিন্ন কালার ও আকৃতি থেকে পছন্দ করুন। সম্ভাবনাগুলো অন্তহীন!
আপনার ভিডিও এডিট করুন
VEED একটি ভিডিও এডিটরে আপনার প্রয়োজনীয় সব ধরণের টুল দিয়ে পরিপূর্ণ। আপনি শুধু আপনার ভিডিওগুলোতে ওয়েভফর্মই যুক্ত করতে পারেন না, বরং এগুলো এডিটও করতে পারেন। যে কোন সোশ্যাল মিডিয়া সাইটে ফিট করার জন্য আপনার ভিডিওগুলোকে রোটেট, ক্রপ ও রিসাইজ করুন। আপনি টেক্সট, ইমেজ, অডিও ইত্যাদিও যুক্ত করতে পারেন। আপনি প্রচুর পরিমাণ মজার মজার এলিমেন্ট যুক্ত করতে পারেন, এমনকি ফিল্টার এবং ইফেক্টও ব্যবহার করতে পারেন!
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি অডিও ওয়েভফর্ম জেনারেটর ছাড়াও আরও অনেক কিছু
VEED এর সবচেয়ে ভাল বিষয়টি হচ্ছে এটি আপনাকে আপনার ভিডিওগুলো এডিট করার সময় সৃজনশীল হওয়ার পূর্ণ স্বাধীনতা দেয়। ফেসবুক, ইন্সটাগ্রাম, টিকটক ও অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে শেয়ার করার জন্য আপনি প্রফেশনাল দেখতে ভিডিও তৈরি করুন। আপনার ভিডিও এডিটিং এর কোন অভিজ্ঞতার দরকার নেই। আমাদের বেশিরভাগ ফিচারই ড্র্যাগ এন্ড ড্রপ অ্যাকশন ব্যবহার করার সুযোগ দেয়। একটি মাত্র ক্লিকেই ইমেজ, টেক্সট ও অন্যান্য এলিমেন্ট যুক্ত করুন। এটি ফ্রী এবং সরাসরি আপনার ব্রাউজার থেকেই কাজ করে!
