ভিডিওতে ইমোজি যুক্ত করুন
অনলাইনে আপনার ভিডিওতে মজার মজার ইমোজি যুক্ত করুন, বিনামূল্যে








আপনার ভিডিওতে ইমোজি যুক্ত করে মজার মজার গল্প বলুন
আপনি কি আপনার ভিডিওগুলোতে একটি নতুন আকর্ষণ রেখে সেগুলোকে আরও এনগেজিং করতে চান? ইমোজি যুক্ত করেই এটি করা যেতে পারে! VEED এর অনলাইন ভিডিও এডিটর আপনাকে সহজেই মজাদার ইমোজিগুলো পেস্ট করতে দেয়, যা আপনি মনোযোগ আকর্ষণ করার জন্য ব্যবহার করতে পারেন। ইমোজি আপনার ভিডিওকে আরও পারসোনালাইজ করতে দুর্দান্ত একটি ছোঁয়া যুক্ত করে দেয়। তারা মজার মজার গল্প বলতে সাহায্য করে, যা আপনি অন্যভাবে বলতে পারবেন না। ইমোজি সহ ভিডিও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে বেশি ভিউ পায়। এগুলো ফেসবুক, টিকটক, ইন্সটাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করুন।
কিভাবে একটি ভিডিওতে ইমোজি যুক্ত করবেন

আপনার ভিডিও আপলোড করুন
আপলোডের জন্য একটি ভিডিও পছন্দ করুন, এরপর ‘ভিডিও সিলেক্ট করুন’ এ ক্লিক করুন। ভিডিও ফাইলটিতে ডবল ক্লিক করুন বা এটিকে বক্সে টেনে এনে ছেড়ে দিন।

ইমোজি যুক্ত করুন
বামদিকের মেনুতে থাকা ‘এলিমেন্ট’ এ ক্লিক করে বামদিকের পেন থেকে ‘ইমোজি যুক্ত করুন’ এর অধীনে একটি ইমোজি সিলেক্ট করুন। ‘সবগুলো দেখান’ এ ক্লিক করে সিলেকশন বাড়ান।

রপ্তানি করুন
আপনি যখন আপনার ইমোজি ও এগুলোর স্থান নিয়ে সন্তুষ্ট, তখন শুধু ‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন। আপনার ভিডিও আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে।
‘ভিডিওতে ইমোজি যুক্ত করা’র টিউটোরিয়াল
সোশ্যাল মিডিয়ার জন্য মজাদার ভিডিও তৈরি করুন
ইমোজি যুক্ত করে আপনাকে আপনার ভিডিওগুলিকে আরও মজাদার করে তুলতে পারেন। বিভিন্ন ইমোজি ব্যবহার করে আপনি দুর্দান্ত কিছু প্রতিক্রিয়ামূলক ভিডিও তৈরি করতে পারেন, যা আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। একদম মানানসই ইমোজি যুক্ত করে আপনার ভিডিওগুলোকে ভাইরাল করুন। আর VEED ব্যবহার করা অনেক সহজ। কেবল আপনার ভিডিও আপলোড করুন এবং এলিমেন্ট সেকশনে যে ইমোজিগুলো আছে, সেগুলো থেকে সিলেক্ট করুন। আপনি ইমোজি, হাতের অঙ্গভঙ্গি, খাবারের স্টিকার এবং আরও অনেক কিছু সিলেক্ট করতে পারেন।

আপনার ইমোজিগুলোকে কাস্টমাইজ করুন
VEED এর সাধারণ ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ ফিচার দিয়ে আপনার ইমোজিগুলো কাস্টমাইজ করা খুবই সহজ। আপনি বর্গাকার সীমারেখার উপরের হ্যান্ডেলটিতে ক্লিক করে ইমোজিগুলোকে ঘোরান, এর চারটি কোণার যে কোন একটিকে টেনে সাইজ ও আকৃতিটি পরিবর্তন করুন এবং আপনার পছন্দসই স্থানে এনে ভিডিও ফ্রেমের যে কোন জায়গায় রাখুন। আপনি একটি ক্লিপ এ যত ইচ্ছা ইমোজি যুক্ত করতে পারেন, সেগুলি পরবর্তীতে অদৃশ্য করে দিতে পারেন এবং আরও অনেক কিছু। এগুলো ভিডিওতে কখন ও কোথায় প্রদর্শিত হবে এবং কতক্ষণ প্রদর্শিত হবে তা আপনার উপর নির্ভর করে।

ফ্রী অনলাইন ভিডিও এডিটর
আপনার ভিডিওগুলিতে ইমোজি যুক্ত করতে VEED ব্যবহার করলে, আপনি VEED এর সকল ভিডিও এডিটিং ফিচারও ব্যবহার করতে পারবেন। ইমোজি যুক্ত করা ছাড়াও আপনি টেক্সট, সাবটাইটেল, অডিও ও আরও অনেক কিছু যুক্ত করতে পারেন। আপনার ভিডিওগুলো প্রফেশনাল দেখানোর জন্য ক্যামেরা ইফেক্ট ও ফিল্টার প্রয়োগ করুন। আপনি আপনার ভিডিওগুলোকে রোটেট ও ক্রপ করতে পারেন, স্প্লিট করতে পারেন, কাটতে পারেন এবং সেগুলো ট্রিমও করতে পারেন। এটি ফ্রী এবং ফিল্মোরা ভিডিও এডিটরের তুলনায় ব্যবহার করা অনেক সহজ। ব্যয়বহুল অ্যাপ এ সাবস্ক্রিপশন করার দরকার নেই! ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনার কোন অভিজ্ঞতারও দরকার নেই। আমাদের সব টুল আপনাকে এলিমেন্টগুলো টেনে আনতে দেয়, যাতে আপনি কয়েক মিনিটের মধ্যেই সব ফিচার বুঝে যেতে পারেন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
তারা VEED সম্পর্কে কি বলে
আপনার ভিডিওতে ইমোজি যুক্ত করা ছাড়াও আরও অনেক কিছু
আপনার ভিডিওগুলিতে ইমোজি যুক্ত করা VEED এর অনেকগুলি দুর্দান্ত ফিচারের মধ্যে একটি। VEED একটি সম্পূর্ণ ও শক্তিশালী ভিডিও এডিটর, যা আপনাকে পুরো ভিডিও এডিট করার মত টুল ব্যবহার করতে দেয়। আপনি আপনার ভিডিওতে ফটো, সাবটাইটেল ও অডিও যুক্ত করতে পারেন। ক্যামেরা ইফেক্ট ও ফিল্টার যুক্ত করে ভিডিওগুলোর মাধ্যমে অনুপ্রেরণামূলক গল্প বলুন। এমনকি আপনি মিউজিক ভিজ্যুয়ালাইজারও যুক্ত করতে পারেন। এটি একটি অনলাইন অ্যাপ, যাতে আপনার কোনও সফটওয়্যার ইনস্টল করার দরকার নেই। আজই আপনার ব্রাউজারে এটি ব্যবহার করে দেখুন এবং অসাধারণ সব গল্প বলা শুরু করুন!
