







আপনার ব্রাউজারের জন্য একটি ভয়েস রেকর্ডার অ্যাপ
VEED এর গুগল ক্রোম স্ক্রিন রেকর্ডার দিয়ে আপনি সহজেই আপনার ব্রাউজার ট্যাব, উইন্ডো এবং/অথবা ওয়েবক্যামটি এক ক্লিকেই রেকর্ড করতে পারেন! আমাদের ক্রোম এক্সটেনশন যুক্ত করুন এবং মুহূর্তেই রেকর্ড করুন। আপনার ডিভাইসে কোন অ্যাপ্লিকেশন ডাউনলোড করার দরকার নেই। এটি উইন্ডোজ, ম্যাক ও লিনাক্সে কাজ করে। আমাদের ক্লাউড স্টোরেজে সংরক্ষিত আপনার ড্যাশবোর্ডে থাকা আপনার সব রেকর্ডিং ব্যবহার করার সুযোগ পেতে বিনামূল্যে VEED এ সাইন আপ করুন। বিভিন্ন লেআউট থেকে একটি সিলেক্ট করুন এবং আপনার ভিডিওটি কাস্টমাইজ করুন। কাজ শেষ হয়ে গেলে, আপনি আমাদের সহজ ও ফ্রী ভিডিও এডিটর ব্যবহার করে আপনার রেকর্ডিং এডিট করতে পারেন!
কিভাবে আপনার ব্রাউজার থেকেই আপনার অডিও রেকর্ড করবেনঃ
1লেআউট সিলেক্ট করুন
আমাদের লেআউটের তালিকা থেকে পছন্দ করুন (আপনার স্ক্রিন, ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহারের জন্য আপনাকে হয়তো ‘অনুমতি দিন’ এ ক্লিক করতে হতে পারে)। আপনি শুধু আপনার স্ক্রিন, আপনার ওয়েবক্যাম বা উভয়ই একই সাথে রেকর্ড করতে পারেন!
2রেকর্ডিং শুরু করুন
রেকর্ডিং শুরু করার জন্য লাল বাটনটিতে ক্লিক করুন! আপনি রেকর্ডিং শুরুর পূর্বে একটি কাউন্টডাউন দেখতে পাবেন। ভুল হলে দুশ্চিন্তা করবেন না। আপনার কাছে প্রচুর সময় ও সীমাহীন রিটেক আছে। আপনি অন্য পেজগুলোতে ঘুরে দেখতে পারেন এবং দুশ্চিন্তা করবেন না, এখনও রেকর্ড করা হছে।
3রিভিউ, এডিট ও রপ্তানি করুন
রিভিউ করার জন্য আপনি আপনার রেকর্ডিংটি পুনরায় প্লে করে দেখতে পারেন, ‘শেয়ার করুন’ এ ক্লিক করে আপনার বন্ধুবান্ধব ও সহকর্মীদের সাথে শেয়ার করুন, অথবা আপনার ভিডিও এডিট করতে ‘এডিট করুন’ এ ক্লিক করুন (আপনার স্ক্রিন রেকর্ডিং এ টেক্সট, সাবটাইটেল ও প্রফেশনাল ছোঁয়া যুক্ত করার জন্য একদম উপযুক্ত)।

‘ব্রাউজার অডিও রেকর্ডার’ টিউটোরিয়াল
একটি ক্লিকেই গুগল ক্রোমে ভয়েস মেমো রেকর্ড করুন!
VEED এর অনলাইন ক্রোম ভয়েস রেকর্ডার আপনার মাইক্রোফোনে রেকর্ড করতে সাহায্য করে। আপনি আপনার গুগল ক্রোম উইন্ডো, ট্যাব এবং/অথবা ওয়েবক্যামটি এক ক্লিকেই রেকর্ড করতে পারেন। আমরা আপনার ব্রাউজারে এক্সটেনশন যুক্ত করার পরামর্শ দেই। কেবল VEED আইকনে ক্লিক করুন, অনুমতি দিন এবং রেকর্ডিং শুরু করুন! এটি ম্যাক ও উইন্ডোজের সাথে সামঞ্জস্যপূর্ণ। কাজ শেষ হয়ে গেলে, আমাদের ফ্রি ভিডিও এডিটর ব্যবহার করে আপনার ভিডিওটি এডিট করুন। আপনার যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সাউন্ড ইফেক্টের প্রয়োজন হয়, তাহলে আমাদের স্টক লাইব্রেরি থেকে রয়্যালটি মুক্ত মিউজিকও যুক্ত করুন!
একটি শক্তিশালী ভয়েস রেকর্ডার ও এডিটর
আপনি যখন আপনার অডিও রেকর্ডিং শেষ করেন, তখন আপনি আপনার অডিও বা ভিডিওর মান আরও বাড়ানোর জন্য VEED এর শক্তিশালী অনলাইন ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারেন! আমাদের এক-ক্লিকেই অডিও ক্লিন করার ফিচারটি ব্যবহার করুন — প্রিমিয়াম গ্রাহকদের জন্য। আপনি যদি একটি অডিও ফাইল কেবল ডাউনলোড করতে চান, তাহলে আপনি MP3 ফর্ম্যাটে আপনার রেকর্ডিং রপ্তানি করাকে বেছে নিতে পারেন। ভিডিও রেকর্ডিং এর জন্য আমাদের ভিডিও এডিটরটি এমন সব ফিচারে পরিপূর্ণ, যেগুলো আপনাকে প্রফেশনাল দেখতে ভিডিও তৈরি করতে সহায়তা করবে। টেক্সট, স্টিকার, ফিল্টার ইত্যাদি যুক্ত করুন। আমাদের স্টক ইমেজ, ভিডিও ও অডিওর বিশাল সিলেকশন থেকে সিলেক্ট করুন। এমনকি সাবটাইটেলও যুক্ত করতে পারেন।
ফ্রী ও সহজেই ব্যবহারযোগ্য স্ক্রিন রেকর্ডিং টুল
আমাদের স্ক্রিন রেকর্ডার ও ভিডিও এডিটর ফ্রী এবং ব্যবহার করা খুবই সহজ। তবে, যদি আপনার দীর্ঘ ভিডিওগুলো রেকর্ড করতে হয়, তবে আপনাকে আমাদের প্রিমিয়াম প্ল্যানগুলোতে সাবস্ক্রাইব করতে হবে। কোন প্ল্যানটি আপনার প্রয়োজন, তা দেখতে আমাদের মূল্যের পৃষ্ঠাটি দেখুন। এটি ব্যবহার করা খুবই সহজ। এতে কেবল কয়েকটি ক্লিক লাগে!
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি ব্রাউজার অডিও রেকর্ডার থেকেও অনেক বেশি কিছু
VEED একটি অল-ইন-ওয়ান ভিডিও এডিটিং অ্যাপ, যা আপনাকে কেবল আপনার ওয়েব ব্রাউজার থেকে অডিও রেকর্ড করা ছাড়াও আরও অনেক কাজে সাহায্য করে। আপনার ওয়েবক্যাম ও স্ক্রিন একই সাথে রেকর্ড করুন এবং আপনার রেকর্ডিংগুলো অনলাইনে এডিট করুন। এটি একটি প্রফেশনাল অল-ইন-ওয়ান ভিডিও তৈরি ও এডিটিং সফটওয়্যার, যা নতুন ও অভিজ্ঞ সকলের জন্যই খুব উপকারী। কেবল কয়েকটি ক্লিকেই প্রফেশনাল দেখতে ভিডিও তৈরি করে ফেলুন। আপনার কোন ভিডিও এডিটিং এর অভিজ্ঞতা দরকার নেই। আজই আপনার ভয়েস ও অডিও রেকর্ডিং এর জন্য VEED ব্যবহার করুন!
