স্প্লিট স্ক্রিন ভিডিও এডিটর
অনলাইনে দুইটি ভিডিওকে পাশাপাশি রাখুন; বিনামূল্যে








অনলাইন স্প্লিট স্ক্রিন ভিডিও অ্যাপ
VEED এর ফ্রি ভিডিও এডিটিং সফ্টওয়্যার আপনাকে স্প্লিট স্ক্রিন ইফেক্ত তৈরি করে একটি স্ক্রিনেই পাশাপাশি দুটি ভিডিও রাখার সুযোগ দেয় এবং এতে কেবল কয়েকটি ক্লিক লাগে। আপনার জটিল টুল বা ভিডিও এডিটিং এর কাজে অভিজ্ঞতার দরকার নেই! কেবল বেশ কয়েকটি ভিডিও আপলোড করুন — বা একটি ভিডিওকে দুই বা ততোধিক অংশে স্প্লিট করুন এবং সেগুলোকে একটি স্ক্রিনের বিভিন্ন অবস্থানে রাখুন। অসাধারণ, তাই না?! এটি যেন একটি ভিডিও কোলাজ তৈরির মতো! একটি ভিডিওকে অন্যটির উপরে রাখুন এবং দ্বিতীয় ভিডিওটিকে আরও ছোট করুন — এতে করে ছবির ভিতর ছবি ইফেক্ট তৈরি হয়। আপনি একটি বা সবগুলো ভিডিওর সাউন্ড অফ করতে পারেন এবং অডিওটিকে ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট বা ভয়েস ওভার দিয়ে প্রতিস্থাপন করতে পারেন। আপনার যদি ব্যবহারের জন্য অডিও না থাকে, তবে আপনি আমাদের রয়্যালটি-মুক্ত স্টক অডিও লাইব্রেরি থেকে নির্বাচন করতে পারেন।
কিভাবে একটি স্প্লিট স্ক্রিন ভিডিও ইফেক্ট তৈরি করবেনঃ
1আপনার ভিডিওটি/গুলো আপলোড করুন
VEED এ এক বা একাধিক ভিডিও আপলোড করুন। আপনি আপনার ভিডিওগুলোকে এডিটরে টেনে এনে ছেড়েও দিতে পারেন।
2স্প্লিট স্ক্রিন
একটি ভিডিওকে দুই বা ততোধিক পার্টে কেটে ফেলুন। আপনার কাছে একটির বেশি ভিডিও থাকলে এগুলোকে টাইমলাইনে একটির উপরেই আরেকটিকে টেনে এনে ছেড়ে দিন। এরপর আপনি প্রত্যেকটি ভিডিও সিলেক্ট করে ক্রপ করতে পারেন এবং স্ক্রিনের যেখানে চান, সেখানেই রাখতে পারেন।
3রপ্তানি করুন
আপনার এডিট নিয়ে সন্তুষ্ট হলে, ‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন। আপনার ভিডিও ডাউনলোড করুন এবং এটিকে সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্লাটফর্মে শেয়ার করুন!

‘স্প্লিট স্ক্রিন ভিডিও’ টিউটোরিয়াল
স্প্লিট স্ক্রিন এডিটিং এখন একদম সহজ
এই স্প্লিট স্ক্রিন ভিডিওগুলো অবশ্যই জটিল দেখায়, তবে তাদের তৈরি করা এতটা কঠিন নয়! VEED দিয়ে আপনি সহজে কয়েকটি ক্লিকেই স্প্লিট স্ক্রিন ইফেক্ট তৈরি করতে পারেন। আপনাকে যা করতে হবে তা হল, এডিটরের টাইমলাইনে একটি ভিডিও ক্লিপকে আরেকটির উপর টেনে এনে ছেড়ে দিতে হবে। তারপর আপনি প্রতিটি ভিডিও নির্বাচন করে সেগুলোকে স্ক্রিনের যে কোন জায়গায় রাখতে পারেন। এদের সবগুলোকে একই সাথে প্লে হতে দেখুন! আপনার কোন ভিডিও এডিটিং এর অভিজ্ঞতা দরকার নেই। আমরা আপনার জন্য স্প্লিট স্ক্রিন ভিডিও এডিটিং অত্যন্ত সহজ করে দিয়েছি!
মাল্টি স্ক্রিন ভিডিও তৈরি করুন
আপনি কেবল পাশাপাশি দুটি ভিডিও তৈরিই করতে পারবেন না, বরং আপনি মাল্টি স্ক্রিন ভিডিওগুলোও তৈরি করতে পারেন! আপনি কি একটি স্ক্রিনে চারটি ভিডিও ক্লিপ প্লে করতে চান? সহজেই হয়ে যাবে! VEED এই শক্তিশালী টুলগুলো বিনামূল্যে সরবরাহ করে — যা আপনি উইন্ডোজ মুভি মেকার বা ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার মতো অন্যান্য ভিডিও এডিটিং সফ্টওয়্যার এ খুঁজে পাবেন না।
সবচেয়ে ভাল ফ্রী ভিডিও এডিটর
পাশাপাশি ভিডিও ও মাল্টি স্ক্রিন ভিডিও তৈরি করা ছাড়াও, আপনি কয়েক মিনিটের মধ্যেই অত্যাশ্চর্য ভিডিও তৈরি করতে আমাদের প্রচুর পরিমাণ ভিডিও এডিটিং টুলগুলো ব্যবহার করতে পারেন! সবকিছু ক্লিক করে ঘুরান, ক্রপ করুন, রিসাইজ করুন এবং আপনার ভিডিওর সেটিংস কাস্টমাইজ করুন — কেবলমাত্র কয়েকটি ক্লিকেই। আপনি ফিল্টার, কালার গ্রেডিং, ক্যামেরা ইফেক্ট এবং আরও অনেক কিছু যুক্ত করতে পারেন। ইমেজ, অডিও, টেক্সট এবং সাবটাইটেল যুক্ত করুন। এ সবই আপনার ব্রাউজার থেকে করতে পারেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি স্প্লিট স্ক্রিন ভিডিও এডিটর ছাড়াও আরও অনেক কিছু
VEED আপনাকে আপনার ভিডিওগুলোর জন্য কেবল স্প্লিট স্ক্রিন ইফেক্ট তৈরি করা ছাড়াও আরও অনেক কিছু করতে সাহায্য করে। এটি একটি অল-ইন-ওয়ান ভিডিও এডিটিং সফ্টওয়্যার, যা আপনাকে কেবল কয়েকটি ক্লিকেই প্রফেশনাল দেখতে ভিডিও তৈরি করতে দেয়! এছাড়াও, আপনি ফ্রি টেম্পলেট এবং অটো-সাবটাইটেলিং, টেক্সট ওভারলে এবং আরও অনেক রকম টুল ব্যবহারের সুযোগ পাবেন। আপনার ভিডিওতে ইমেজ যুক্ত করুন, মিউজিক, সাউন্ড ইফেক্ট, GIF, অ্যানিমেশন ও ট্রানজিশন যুক্ত করুন। VEED ব্যবহার করে আজই প্রফেশনালদের মতো ভিডিও তৈরি করা শুরু করুন!
