ভিডিও কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম
অনলাইনে আপনার ভিডিওগুলো ম্যানেজ ও হোস্ট করুন, বিনামূল্যে







একই জায়গায় আপনার সব ভিডিও অ্যাসেট
VEED এর ভিডিও কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) নিরাপদে স্টোরেজ ও ম্যানেজমেন্ট এর কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। আপনার আসেট নিরাপদে আপলোড, ম্যানেজ ও শেয়ার করুন। যদিও একটি একাউন্ট তৈরি করা ঐচ্ছিক, কিন্তু এতে করে আপনি একই জায়গায় আপনার সবগুলো ভিডিও সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনার ভিডিওগুলো ফোল্ডারে গুছিয়ে রাখুন এবং প্রত্যেকটি ভিডিওর জন্য প্রাইভেসি সেটিং অ্যাডজাস্ট করুন - কে আপনার কন্টেন্ট দেখতে পাবে তা নিয়ন্ত্রণ করুন। আপনার নিজস্ব অনলাইন ভিডিও লাইব্রেরি - বিনামূল্যে! শুধু VEED এ আপনার ভিডিও আপলোড করুন বা আমাদের ফ্রী ওয়েবক্যাম ও স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে একটি ভিডিও তৈরি করুন। লিংকটি শেয়ার করুন এবং তারা যে কোন জনপ্রিয় ব্রাউজার থেকে ভিডিও দেখতে পারবেন।
কিভাবে ভিডিও কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করবেনঃ
1আপনার ভিডিও আপলোড বা রেকর্ড করুন
আপনার ডিভাইস থেকে আপনার রেকর্ড করা একটি ভিডিও সিলেক্ট করে VEED এ আপলোড করুন। আপনি আপনার ফাইলগুলোকে এডিটরে টেনে এনে ছেড়ে দিলেও পারেন। আপনি আপনার ওয়েবক্যাম ও VEED এর ওয়েবক্যাম রেকর্ডার ব্যবহার করে একটি ভিডিও তৈরি করতে পারেন।
2এডিট করুন
VEED আপনাকে আপনার ভিডিওগুলো শেয়ার করার পূর্বে এডিট করার সুযোগ দেয়। আপনি আপনার ভিডিওগুলো ক্রপ, রোটেট ও রিসাইজ করতে পারেন। আমাদের অনলাইন ভিডিও এডিটর ব্যবহার করে প্রফেশনাল দেখতে ভিডিও তৈরি করুন।
3শেয়ার করুন
'রপ্তানি করুন' এ ক্লিক করুন। আপনি এখন আপনার বন্ধুবান্ধব ও সহকর্মীদের সাথে আপনার ভিডিওর লিংক শেয়ার করতে পারেন।

আপনার ভিডিও প্রজেক্টগুলো নিরাপদে সেন্ট্রালাইজ করুন
VEED এর CMS ব্যবহার করে আপনি নিরাপদে আপনার ভিডিওগুলো ম্যানেজ ও সেন্ট্রালাইজ করতে পারেন - ছোট টীম ও অর্গানাইজেশন এর জন্য পারফেক্ট। এটি খুবই নিরাপদ, তাই আপনি আপনার টীমের সাথে একত্রে কাজ করায় মনোযোগ দিতে পারেন। VEED আপনাকে আপনার ভিডিওগুলোর প্রাইভেসি সেটিং পরিবর্তন করে পাবলিক বা প্রাইভেট এ সেট করতে দেয়, তাই আপনার কন্টেন্ট কে কে দেখতে পাবে তা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। সেই সাথে, আপনার ভিডিও দেখার সময় আপনার দর্শকদেরকে বিভ্রান্ত করার জন্য কোন বিজ্ঞাপনও নেই। তারা বিনামূল্যে বিজ্ঞাপনমুক্ত ভিউয়িং উপভোগ করতে পারে। বিজ্ঞাপন সরাতে গিয়ে আপনাকে টাকা খরচ করতে হবে না বা সাবস্ক্রাইব করতে হবে না। ক্লিক করার জন্য বা পরে প্লে করার জন্যও কোন ভিডিও নেই।
ঝামেলাবিহীন ভিডিও এমবেডিং
VEED আপনার ভিডিওগুলোকে সহজেই এমবেড করার সুযোগ দেয় - তা আপনার ওয়েবসাইটে হোক বা আপনার অনুমোদিত অন্য কোন প্লাটফর্মই হোক। অর্থাৎ আপনার দর্শকদেরকে আপনার কন্টেন্ট দেখার জন্য নতুন একটি ব্রাউজার ওপেন করতে হবে না। আপনি শুধু এমবেড লিংক কপি করে ওয়েবসাইটে পেস্ট করে দিলেই আপনার ভিডিও সরাসরি সাইট থেকে প্লে হওয়া শুরু করে দিবে। শুধু শেয়ার বাটনে ক্লিক করে এমবেড করুন সিলেক্ট করুন।
সহজেই টাইম-স্ট্যাম্পড কমেন্টিং সহ একত্রে কাজ করা
আপনার যদি ভিডিও ব্যবহার করে প্রজেক্টে একত্রে কাজ করার প্রয়োজন হয়, তাহলে VEED এ এর সবচেয়ে পারফেক্ট সমাধান রয়েছে। আপনি আপনার নির্মাতাদের কাছ থেকে ইনপুট কালেক্ট করতে কমেন্টিং এর অনুমতি দিতে পারেন। শুধু স্ক্রিনের উপর থেকে নীল রঙের কমেন্ট বাটনটি সুইচ করুন। শুধু আপনার অনুমতি দেওয়া ব্যক্তিরাই আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে। যারা আপনার ভিডিও দেখতে পারবে, তারা কমেন্টের টাইমস্ট্যাম্পও দেখতে পারবে। এতে করে একত্রে কাজ করা অনেক সহজতর হয়ে যায়।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি ভিডিও কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ছাড়াও আরও অনেক কিছু
VEED এর ভিডিও কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে অনেক রকমের ফীচার আছে, যা শুধু আপনাকে আপনার ভিডিও কন্টেন্ট ম্যানেজই করতে দেয় না। বরং আপনি বিনামূল্যে আমাদের সবগুলো ভিডিও এডিটর টুল ব্যবহার করতে পারেন। এটি একটি সম্পূর্ণ ও সহজেই ব্যবহারযোগ্য ভিডিও এডিটিং সফটওয়্যার, যা আপনাকে কয়েকটি ক্লিকেই প্রফেশনাল দেখতে ভিডিও তৈরি করতে সাহায্য করে। আপনার কোন ভিডিও এডিটিং এর অভিজ্ঞতা দরকার নেই। দুর্দান্ত সব ভিডিও তৈরি করুন, যা আপনি কয়েক মিনিটেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। আপনার ভিডিওগুলোতে ইমেজ, অডিও, টেক্সট ও সাবটাইটেল যুক্ত করুন। আমাদের স্টক ভিডিও ব্যবহার করে এগুলোকে পারসোনালাইজ করুন এবং আরও অনেক কিছু!
