







অনলাইন ফ্রেম রেট কনভার্টার
একটি উচ্চমানসম্পন্ন 60fps ফ্রেম রেটের ভিডিও তৈরি করা দরকার? আপনি আপনার ফ্রেম রেট বাড়াতে বা কমাতে চাইলে একদম সঠিক জায়গায় এসেছেন। আপনার ভিডিওর ফ্রেম রেট বাড়ানো বা কমানোর জন্য VEED এর অনলাইন ফ্রেম রেট কনভার্টার একটি সহজ ও ঝামেলাবিহীন টুল। আপনার ব্রাউজার ত্যাগ না করেই আপনার ভিডিওর ফ্রেম রেট পরিবর্তন করতে হলে VEED ব্যবহার করুন। আমাদের অনলাইন টুলটিতে সবগুলো জনপ্রিয় ফ্রেম রেটের সুবিধা রয়েছে - 16fps, 24fps, 30 fps, 60 fps এবং এর মধ্যবর্তীগুলোও। স্টপ-মোশন ভিডিও বা GIF তৈরি করতে আপনার ভিডিওর ফ্রেম রেটকে কমান। আপনার ভিডিওর ফ্রেম রেট কমিয়ে নিলে আপনার ফাইলের আকারও কমবে এবং তৈরি করা আরও সহজ হবে। অপরদিকে, আপনার ভিডিওটিকে মসৃণ ও কম কাঁপিয়ে প্রদর্শিত করতে আপনার ফ্রেম রেট বাড়ান। VEED হল এমন একটি অবিশ্বাস্যভাবে সহজ টুল, যা যে কোন ফরম্যাটে ভিডিও আপলোড করে এবং কয়েক সেকেন্ডেই রেন্ডার করে। কোন কিছু ডাউনলোডের প্রয়োজন নেই - VEED একটি ঝামেলাবিহীন ও সহজ ভিডিও এডিটিং অ্যাপ, যা আপনার ব্রাউজার থেকেই সরাসরি কাজ করে। আপনার ফাইলটি যে কোন ফরম্যাটে আপলোড করুন - MP4, H264, ASF, FVI, MPEG বা YouTube URL হিসাবে - ফ্রেম রেট পরিবর্তন করুন এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ডাউনলোড করুন। কোন কনভার্টার অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নেই। উইন্ডোজ ১০, ম্যাক, লিনাক্স এবং মোবাইল ডিভাইসে VEED এর ফ্রেম রেট কনভার্টার উপভোগ করুন!
ভিডিও ফ্রেম রেট কিভাবে পরিবর্তন করবেন?

ভিডিও আপলোড করুন
উপরে থাকা ‘শুরু করুন’ বাটনটিতে ক্লিক করুন। আপনি যে ভিডিওর ফ্রেম রেট পরিবর্তন করতে চান, সেই ভিডিওটি আপলোড করুন। শুধু টেনে এনে ছেড়ে দিন, এটি একদমই সহজ।

ফ্রেম রেট পরিবর্তন করুন
ফ্রেম রেটের সেটিংস এ প্রবেশ করতে হলে এডিটরের উপরে ডান কোণায় অবস্থিত ‘রপ্তানি করুন’ বাটনে ক্লিক করুন। ‘রপ্তানি অপশন’ ট্যাবে ঢুকে মেনুর ডানদিকে অবস্থিত “উন্নত সেটিংসে চলে যান” বাটনে ক্লিক করুন। তাতে মেনুটি সাধারণ সেটিংস থেকে উন্নত সেটিংসে পরিবর্তিত হয়ে যাবে। উন্নত সেটিংস মেনুতে আপনি একটি “ফ্রেম রেটের সীমা” টুল দেখতে পাবেন। ফ্রেম রেট সেট করতে হলে বাটনটিকে বামদিকে বা ডানদিকে টানুন। ফ্রেম রেটের সীমা 60fps, যা বাটনের ডান প্রান্তে অবস্থিত।

ভিডিও ডাউনলোড করুন
আপনি আপনার নতুন ফ্রেম রেট নিয়ে সন্তুষ্ট থাকলে ‘ভিডিও রপ্তানি করুন’ বাটনে ক্লিক করুন এবং আপনার ভিডিও কয়েক সেকেন্ডের মধ্যেই রেন্ডার হয়ে যাবে।
‘ফ্রেম রেট কনভার্টার’ টিউটোরিয়াল
ভিডিও কম্প্রেস করুন
আপনার ভিডিওগুলো শেয়ার করা ও ইমেলে সংযুক্ত করা আরও সহজ করার জন্য VEED এর একটি অনলাইন ভিডিও কম্প্রেসার টুল রয়েছে। ফাইলের সাইজ কমাতে এবং স্ট্রিমিং সার্ভিস ও সোশ্যাল মিডিয়া সাইটগুলোর সাথে এর সামঞ্জস্যতা বাড়াতে VEED এর কম্প্রেসার টুলটি ব্যবহার করুন। আপনার ভিডিওগুলো রেন্ডার, বাফার ও ডাউনলোড করার জন্য কম সময় অপেক্ষা করুন। আমাদের কম্প্রেসার টুলটি আপনাকে একটি ভিডিওর ফ্রেম রেট পরিবর্তন করতে এবং মান ও কার্যকারিতা আরও বাড়িয়ে তুলতেও সাহায্য করে। আপনার ভিডিও তৈরির যাত্রাটি আরও সহজতর করার জন্য VEED এ অনেক রকম টুলস রয়েছে।

অ্যানিমেটেড GIF
আপনার নিজের অ্যানিমেটেড GIF তৈরি করা আপনার দর্শকদের সাথে সংযোগ স্থাপনের একটি দুর্দান্ত উপায়। GIF কম ফ্রেম রেটের জন্য জনপ্রিয়। একটি ভিডিও আপলোড করুন এবং এটিকে একটি GIF এ কনভার্ট করতে তার ফ্রেম রেট কমান। GIF হিসেবে পুনর্নির্মাণ করার জন্য যে কোন ভিডিও ফুটেজ কাটতে, ট্রিম করতে ও এডিট করতে VEED ব্যবহার করুন। আপনি আপনার অ্যানিমেটেড GIF গুলোকে ব্যক্তিগত ছোঁয়া দেওয়ার জন্য টেক্সট, স্টিকার, ইমোজি এবং হাতে আঁকা ছবিও যুক্ত করতে পারেন। VEED আপনাকে আপনার ভিডিওগুলো GIF ফরম্যাটে ডাউনলোড করতে দেয়, যাতে আপনি তা সোশ্যাল মিডিয়া ও ইন্সটেন্ট ম্যাসেজিং এর মাধ্যমে শেয়ার করতে পারেন।

টাইমল্যাপ্স ও স্লো মোশন
একটি আকর্ষণীয় টাইম-ল্যাপ্স ভিডিও অথবা একটি হাস্যকর স্লো-মোশন তৈরি করার শখ? যদি তা হয়, তাহলে VEED এর অনলাইন স্পিড চেঞ্জার ব্যবহার করেই দেখুন না! আপনার ভিডিওর গতি দ্বিগুণ বা অর্ধেক করতে, অথবা নিজের পছন্দমত পরিমাণ গতি বাড়িয়ে তুলতে বা কমাতে VEED এর স্পিড চেঞ্জার ব্যবহার করুন! টাইমলাইনে থাকা ভিডিও ট্র্যাকটিতে ক্লিক করুন এবং সেটিংস মেনুতে গিয়ে ‘স্পিড’ সেকশনটি খুঁজে বের করুন। আমাদের শেলফে থাকা অপশনগুলো ব্যবহার করুন বা আপনার নিজের নম্বরটি প্রবেশ করাতে ‘কাস্টম’ বাটনে ক্লিক করুন। VEED একটি বহুমুখী টুল, যা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। আমাদের সহজ ও দক্ষ ভিডিও এডিটর ব্যবহার করে আপনার সৃজনশীলতা প্রকাশ করুন।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি ফ্রেম রেট কনভার্টার থেকেও অনেক বেশি কিছু!
VEED আপনাকে ভিডিওর ফ্রেম রেট ছাড়াও অনেক কিছু পরিবর্তন করার সুযোগ দেয়! আপনার ভিডিও কম্প্রেস করুন, কাটুন, ট্রিম করুন বা স্প্লিট করুন। সাবটাইটেল, টেক্সট ও ব্যাকগ্রাউন্ড মিউজিক যুক্ত করুন এবং অযাচিত ব্যাকগ্রাউন্ড মিউজিক সরিয়ে ফেলুন। আপনার ভিডিওগুলির কোয়ালিটি বাড়ানোর জন্য VEED এর খুবই চমৎকার ফিচারের লম্বা তালিকা রয়েছে। অনায়াসেই আপনার ভিডিওগুলোকে এডিট, রিফাইন ও উন্নত মানসম্পন্ন করতে এবং সোশ্যাল মিডিয়ায় তাদের প্রচার বাড়িয়ে তুলতে VEED এর অনলাইন ভিডিও এডিটর ব্যবহার করুন। আমাদের সবগুলো টুলস অনলাইনে ব্যবহার করা যায়, কোন কিছু ডাউনলোড করার প্রয়োজন নেই। সহজ ও ব্যবহার-বান্ধব VEED আপনার মতো নির্মাতাদেরকে প্রয়োজনীয় টুলস দিয়ে প্রভাবশালী ও অনুপ্রেরণামূলক কন্টেন্ট তৈরি করার সুযোগ দেয়।
