স্প্যানিশ ট্রান্সক্রিপশন
স্প্যানিশ অডিও ও ভিডিও ফাইল থেকে টেক্সট এ ট্রান্সক্রাইব করুন। ইংরেজিতে অনুবাদ করুন। সম্পূর্ণ অনলাইন।







আমাদেরকে আপনার স্প্যানিশ ট্রান্সক্রিপশনে সাহায্য করার সুযোগ দিন
আপনি অনলাইনে আপনার স্প্যানিশ অডিও ও ভিডিও ফাইলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে কনভার্ট করতে পারেন। একবার স্প্যানিশ টেক্সট পেয়ে গেলে এরপর আপনি একটি মাত্র ক্লিকেই এটিকে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন। ইংরেজি থেকে স্প্যানিশে পুনরায় ট্রান্সক্রাইব ও অনুবাদ করুন; আপনার যেমনটি দরকার। কোন সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। এটি সরাসরি আপনার ব্রাউজারেই কাজ করে। এমনকি আপনি আপনার ট্রান্সক্রিপ্টটি যে কোন ভাষায় অনুবাদও করতে পারেন। স্প্যানিশ থেকে ইংরেজি, ইংরেজি থেকে স্প্যানিশ। ১০০টিরও বেশি ভিন্ন ভিন্ন ভাষায়। আপনি আপনার ট্রান্সক্রিপশন একটি সাবটাইটেল ফাইল (.srt) হিসেবে সংরক্ষণও করতে পারেন, এমনকি আপনি সাবটাইটেলটিকে ভিডিওতে জুড়ে দিয়ে একই ফাইলে সংরক্ষণ করতে পারেন - এই কাজটিকে ভিডিওতে সাবটাইটেল হার্ড-কোডিং করা বা "বার্ন করা" বলে।
কিভাবে স্প্যানিশে ট্রান্সক্রাইব করবেনঃ
1আপলোড করুন
আপনি যে ফাইলটি ট্রান্সক্রাইব করতে চান, সেটি আপলোড করুন। আপনি একটি সাবটাইটেল ফাইল (SRT বা TXT) বা একটি ভিডিও আপলোড করতে পারেন এবং এর আসল অডিওটিকে সরাসরি ট্রান্সক্রাইব করতে পারেন।
2স্বয়ংক্রিয় ট্রান্সলেশন
'সাবটাইটেল' এ ক্লিক করুন > 'অটো সাবটাইটেল', ভাষা হিসেবে স্প্যানিশ সিলেক্ট করুন, এবং জাদুর মতই আপনার স্প্যানিশ ট্রান্সক্রিপ্ট তৈরি হতে দেখুন। ‘অপশন’ এ ক্লিক করুন; এখন আপনি আপনার ট্রান্সক্রিপ্টটি যে কোন ভাষায় অনুবাদ করতে পারেন। শুধু ড্রপডাউন থেকে আপনার পছন্দের ভাষাটি সিলেক্ট করুন।
3ডাউনলোড করুন
ডাউনলোড বাটনের পাশে থাকা ড্রপডাউন থেকে একটি ফরম্যাট পছন্দ করুন। আপনি একটি SRT, VTT বা TXT ফাইল ডাউনলোড করতে পারেন। এরপর আপনার ডিভাইসে ফাইলটি রপ্তানি করতে ডাউনলোড বাটনে ক্লিক করুন।

‘স্প্যানিশ ট্রান্সক্রিপশন' এর টিউটোরিয়াল
আপনার কন্টেন্ট এর একটি রেকর্ড রাখুন
কেন স্প্যানিশ ট্রান্সক্রিপশন তৈরি করবেন? একটি ভাষা শিখার লেসন, ইন্টারভিউ বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, যাই হোক না কেন - আপনি আপনার অডিও ও ভিডিও কন্টেন্ট এর একটি রেকর্ড রাখার জন্য ট্রান্সক্রিপশন ব্যবহার করতে পারেন। আপনার ফাইলগুলোকে ম্যানুয়ালি ট্রান্সক্রাইব করার দরকার নেই। আপনি যদি আপনার কন্টেন্ট ভবিষ্যতে পুনরায় কোন উদ্দেশ্যে ব্যবহার করতে চান, তাহলে এটি অনেক উপকারে আসবে। শুধু একটি লিখিত রেকর্ড রাখার জন্য আপনাকে আপনার অডিও ও ভিডিও ফাইলগুলো ট্রান্সক্রাইব করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা নষ্ট করতে হবে না। VEED এর মাধ্যমে একটি লিখিত রেকর্ড প্রস্তুত করতে কেবল কয়েকটি ক্লিক লাগে।
স্বয়ংক্রিয় অনুবাদ
আপনি সারা বিশ্বে আরও বেশি দর্শকের কাছে পৌঁছানোর জন্য স্বয়ংক্রিয় ট্রান্সক্রিপশন ও অনুবাদ ব্যবহার করতে পারেন। একটি ভিডিও বা অডিও ফাইলকে ট্রান্সক্রাইব করে এরপর যে কোন ভাষায় অনুবাদ করা একেবারেই সহজ। একটি অডিও ফাইল থেকে সরাসরি ট্রান্সক্রাইব করতে হলে শুধু আপনার ফাইলটি VEED এ আপলোড করুন এবং অটো ট্রান্সক্রিপশন তৈরির জন্য একই ধাপগুলো অনুসরণ করুন। আপনি একটি MP3, WAV ও অন্য সব জনপ্রিয় অডিও ফরম্যাট আপলোড করতে পারেন। অথবা, আপনি আপনার ভিডিওর আসল অডিও ট্রান্সক্রাইব করতে পারেন।
সহজ, সঠিক ও সাশ্রয়ী
VEED এর অনেক দ্রুত অনলাইন স্প্যানিশ ট্রান্সক্রিপশন সার্ভিস ৯৫% সঠিক। আর এটি করা একদম সহজ। প্রয়োজন হলে ট্রান্সক্রিপশন এডিট করতে কয়েক মিনিট লাগে মাত্র। আপনি ম্যানুয়ালি টাইপ করে অনুবাদ করার তুলনায় অনেক বেশি সময় সাশ্রয় করতে পারেন। এটি অন্য সার্ভিসগুলো থেকে অবিশ্বাস্য মাত্রায় বেশি সাশ্রয়ী। একটি প্রো একাউন্ট দিয়ে, যা $২৪/মাস, বার্ষিক বিল, থেকে শুরু হয়, আপনি সীমাহীন ট্রান্সক্রিপশন ডাউনলোডের সুযোগ পাচ্ছেন। আপনি আরও তথ্যের জন্য আমাদের মূল্যের পৃষ্ঠাটি দেখে নিতে পারেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি স্প্যানিশ ট্রান্সক্রিপশন টুল ছাড়াও আরও অনেক কিছু
VEED একটি বিশাল ভিডিও এডিটিং সফটওয়্যার, যা শুধু স্প্যানিশ ট্রান্সক্রিপশনে সাহায্য করা ছাড়াও আরও অনেক কিছু করতে পারে। আপনার অডিও ও ভিডিও ট্রান্সক্রাইব করা ছাড়াও, VEED আপনার জন্য স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ করতে পারে। সেই সাথে, আপনি আমাদের পেইড সার্ভিসে সাবস্ক্রাইব করুন বা না করুন, আপনি VEED এর সব ভিডিও এডিটিং টুল ব্যবহারের সুযোগ পাবেন। আমাদের ক্যামেরা ফিল্টার, ইফেক্ট ইত্যাদি ব্যবহার করে প্রফেশনাল দেখতে ভিডিও তৈরি করুন। এই সব কিছুই করুন সরাসরি আপনার ব্রাউজার থেকে।
