







অনলাইনে আপনার ভিডিওগুলো রিপিট ও লুপ করুন, বিনামূল্যে
আমাদের অনলাইন WebM লুপার আপনাকে বিনামূল্যে লুপ করা ভিডিও তৈরি করতে দেয়। একটি একাউন্ট তৈরি করা ঐচ্ছিক, কিন্তু এতে করে আপনি একই জায়গায় আপনার সবগুলো প্রজেক্ট সংরক্ষণ করে রাখতে পারেন। এ সবই অনলাইনে করুন, কোন সফটওয়্যার ডাউনলোড বা ইন্সটল না করেই। লুপ করার আগে আপনি আপনার ভিডিওগুলো কাট, ট্রিম ও স্প্লিট করতে পারেন। দুর্দান্ত সব ভিডিও লুপ তৈরি করুন, যা আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন।
কিভাবে আপনার WebM ভিডিও লুপ করবেনঃ
1একটি WEBM ফাইল আপলোড করুন
'WEBM ফাইল সিলেক্ট করুন' এ ক্লিক করার পর আপনার ফোল্ডার থেকে একটি WEBM ভিডিও সিলেক্ট করুন। আপনি আপনার ভিডিওটিকে বক্সে টেনে এনে ছেড়ে দিলেও পারেন।
2আপনার ভিডিও লুপ করুন
একই ভিডিও ফাইল আপলোড করে একটি লুপ তৈরি করুন। এডিটরের নিচে ডানদিকে থাকা প্লাস (+) বাটনে ক্লিক করুন এবং একই ভিডিও সিলেক্ট করুন।
3আপনার ভিডিও রপ্তানি ও শেয়ার করুন
আপনার ভিডিওটি একটি MP4 ফাইলে কনভার্ট হয়ে যাবে। 'রপ্তানি করুন' এ ক্লিক করুন এবং আপনার কাজটি শেয়ার করুন!

'WebM লুপার' টিউটোরিয়াল
আপনার ভিডিও থেকে উল্লেখযোগ্য মুহূর্তগুলো ক্যাপচার করুন
আপনার ভিডিওতে কি এমন কোন মজার বা উল্লেখযোগ্য মুহূর্ত আছে, যা আপনি বারবার রিপিট করতে চান? আপনি VEED এর অনলাইন ভিডিও লুপ মেকার ব্যবহার করার মাধ্যমে এই মুহূর্তটি ক্যাপচার করে লুপ করতে পারেন। এটি করা একেবারেই সহজ। শুধু 'স্প্লিট' টুল ব্যবহার করে ভিডিওর অংশবিশেষ কেটে ফেলুন এবং বাকি ক্লিপগুলো ডিলিট করুন। ভিডিওটি আবারও আপলোড করুন এবং একটি লুপ তৈরির জন্য এই প্রক্রিয়াটি যতবার ইচ্ছা ততবার রিপিট করুন।
আপনার ভিডিওগুলো এডিট করুন
ভিডিও লুপিং টুল ছাড়াও, প্রফেশনাল দেখতে ভিডিও তৈরির জন্য আপনি বিপুল পরিমাণ ভিডিও এডিটিং টুল ব্যবহার করতে পারেন। আপনি আপনার ভিডিওগুলোকে দুর্দান্ত দেখানোর জন্য VEED এর ক্যামেরা ফিল্টার ও ইফেক্ট ব্যবহার করুন। আরও বেশি ভিউ পাওয়ার জন্য আপনার ভিডিওগুলোতে ইমেজ, টেক্সট ও অন্যান্য এলিমেন্ট যুক্ত করুন।
GIF ইমেজগুলো থেকে লুপিং ভিডিও তৈরি করুন
অ্যানিমেটেড GIF ইমেজ থেকে আপনি ভিডিও লুপ তৈরি করতে পারেন। শুধু কয়েকবার আপনার GIF ফাইল আপলোড করুন এবং এগুলোকে একটি MP4 ভিডিও হিসেবে রপ্তানি করুন। আরও বেশি অসাধারণ - আপনি আপনার GIFগুলোতে অডিও যুক্ত করতে পারেন এবং এগুলোকে একটি মিউজিক ভিডিওতে কনভার্ট করতে পারেন। শুধু 'আপলোড করুন' বা প্লাস (+) আইকনে ক্লিক করুন এবং একটি অডিও ফাইল সিলেক্ট করুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
একটি WebM লুপার ছাড়াও আরও অনেক কিছু
আমাদের ভিডিও এডিটর আপনাকে শুধু আপনার WebM ভিডিওগুলো লুপ করা ছাড়াও আরও অনেক কিছু করতে সাহায্য করে। VEED বিপুল পরিমাণ ভিডিও এডিটিং টুল দিয়ে পরিপূর্ণ, যা আপনি অসাধারণ ভিডিও তৈরিতে ব্যবহার করতে পারেন। সবচেয়ে ভাল বিষয়টি হচ্ছে এটি ফ্রী ও অনলাইন - কোন সফটওয়্যার কিনতে বা ইন্সটল করতে হবে না। এ সবই করুন সরাসরি আপনার ব্রাউজার থেকে।
