






অনলাইন ভিডিও ক্লিয়ারার
VEED এর অনলাইন ভিডিও ক্লিয়ারার আপনাকে আপনার ভিডিওর সেটিংসটিকে এনহেন্স করতে সাহায্য করে। আপনি যদি আপনার ভিডিওটিকে দুর্বল লাইটিং কন্ডিশনে ফিল্ম করেন, তাহলে আপনি সেটিংসে ব্রাইটনেস স্লাইডারটি টেনে সহজেই ব্রাইটনেস অ্যাডজাস্ট করতে পারেন। আপনি আপনার ভিডিও শার্প করতে পারেন, কন্ট্রাস্ট, স্যাচুরেশন ও আরও অনেক কিছু অ্যাডজাস্ট করতে পারেন। আমাদের ভিডিও এডিটিং টুলগুলোর সম্পূর্ণ স্যুট ব্যবহার করে আপনার ভিডিও আরও এডিট করুন!
কিভাবে একটি ভিডিওকে আরও ক্লিয়ার করবেনঃ
1আপলোড বা রেকর্ড করুন
VEED এ আপনার ভিডিও আপলোড করুন বা আমাদের অনলাইন ওয়েবক্যাম রেকর্ডার ব্যবহার করে রেকর্ড করা শুরু করুন। আপনি আপনার ভিডিওকে এডিটরে টেনে এনে ছেড়ে দিলেও পারেন।
2ভিডিও সেটিংস অ্যাডজাস্ট করুন
টাইমলাইনে আপনার ভিডিওতে ক্লিক করুন এবং ‘সেটিংস’ এর পাশেই ‘অ্যাডজাস্ট করুন’ এ ক্লিক করুন। এরপর প্রত্যেকটি সেটিং এর জন্য স্লাইডার সরিয়ে নিন, যেমন ধরুন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন ইত্যাদি। টেক্সট, সাবটাইটেল ইত্যাদির মত ভিডিও এডিটিং ফিচারও ব্যবহার করতে পারেন।
3ডাউনলোড করুন
আপনি আপনার এডিট নিয়ে সন্তুষ্ট হলে ‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন। আপনার ভিডিও ডাউনলোড করে শেয়ার করুন!

‘ভিডিও ক্লিয়ারার’ টিউটোরিয়াল
কয়েকটি ক্লিকেই অনলাইনে ভিডিও এডিট করুন
আপনার ভিডিওর সেটিংস অ্যাডজাস্ট করে আপনি কেবল আপনার ভিডিওগুলো আরও পরিষ্কার করেই তুলতে পারবেন না, বরং অনলাইনে অত্যাশ্চর্য ভিডিও তৈরি করতে আপনি VEED এর সম্পূর্ণ টুলের স্যুটটিও ব্যবহার করতে পারেন। আপনার ভিডিওগুলো ঘুরান, ক্রপ করুন এবং রিসাইজ করুন। আপনি ইমেজ, টেক্সট, মকআপ তৈরি এবং অন্যান্য এলিমেন্টও যুক্ত করতে পারেন। আপনি যদি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান, তবে মুহূর্তেই আপনার ব্যাকগ্রাউন্ডটি প্রতিস্থাপন করতে আপনি আমাদের গ্রিন স্ক্রিন এডিটর বা ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ অনলাইন; ইনস্টল করার জন্য কোন সফ্টওয়্যার নেই!
টেমপ্লেট ও স্টক মিডিয়া ব্যবহার করুন
আপনার ভিডিওগুলো নিয়ে আরও সৃজনশীল কিছু করতে চান? আমাদের কাস্টমাইজ করার সুবিধাযুক্ত টেম্পলেট, স্টক ভিডিও ও অডিও ক্লিপগুলোর লাইব্রেরি থেকে সিলেক্ট করুন! ভিডিও ট্রেইলার, পডকাস্ট, শিক্ষামূলক ভিডিও, ছুটির দিন ও জন্মদিনের ভিডিও, সেলস ভিডিও এবং আরও অনেক কিছুর জন্য আমাদের টেমপ্লেট রয়েছে! আমাদের স্টক লাইব্রেরি থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সাউন্ড ইফেক্ট যুক্ত করুন। আমাদের প্রিমিয়াম গ্রাহকরা আমাদের সম্পূর্ণ স্টক লাইব্রেরি ব্যবহারের সুযোগ পান। আরও তথ্যের জন্য আমাদের মূল্যের পৃষ্ঠাটি পরীক্ষা করুন।
ফ্রী স্ক্রিন ও ওয়েবক্যাম রেকর্ডার
VEED এর মাধ্যমে আপনি আমাদের ফ্রি স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে আপনার স্ক্রিন ও ওয়েবক্যাম রেকর্ড করতে পারেন। আপনার স্লাইডগুলোকে আপলোড করুন এবং সরাসরি আপনার ব্রাউজার থেকেই একটি প্রেজেন্টেশন তৈরি করুন। আপনার স্ক্রিন ও ওয়েবক্যাম রেকর্ডিং এর জন্য একাধিক লেআউট থেকে নির্বাচন করুন; আপনি একটি ব্যাকগ্রাউন্ড যুক্ত করতে পারেন, আপনার ক্যামেরা ফিডের আকার সিলেক্ট করতে পারেন, এবং আরও অনেক কিছু।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি ভিডিও ক্লিয়ারার ছাড়াও আরও অনেক কিছু
VEED এমন একটি শক্তিশালী অনলাইন ভিডিও এডিটিং প্ল্যাটফর্ম, যা আপনাকে আপনার ভিডিও আরও পরিষ্কার দেখানোর জন্য এর সেটিংস অ্যাডজাস্ট করা ছাড়াও অনেক বেশি কিছু করতে দেয়। এটি আপনাকে প্রফেশনাল দেখতে ভিডিও তৈরিতে সাহায্য করার জন্য প্রয়োজনীয় টুলের একটি সম্পূর্ণ স্যুট নিয়ে তৈরি। এটি খুবই কম সংখ্যক অনলাইন ভিডিও এডিটরের মধ্যে একটি, যা অটো-সাবটাইটেলিং করতে পারে। আপনি আমাদের টেমপ্লেট, স্টক লাইব্রেরি এবং আরও অনেক কিছু ব্যবহার করতে পারেন। আজই VEED ব্যবহার করে দেখুন এবং মাত্র কয়েকটি ক্লিকেই অত্যাশ্চর্য ভিডিও তৈরি করা শুরু করুন!
