পডকাস্ট ট্রান্সক্রিপ্ট
কয়েকটি ক্লিকেই আপনার পডকাস্ট শ্রোতাদের জন্য ট্রান্সক্রিপ্ট সরবরাহ করুন








অনলাইনে স্বয়ংক্রিয় পডকাস্ট ট্রান্সক্রিপশন
আপনি যদি একটি পডকাস্ট করেন এবং আপনার শ্রোতাদেরকে ট্রান্সক্রিপ্টও দিতে চান, তাহলে এজন্য সবচেয়ে ভাল উপায় হচ্ছে আপনার পডকাস্ট অডিও ফাইলটিকে টেক্সট এ কনভার্ট করা। এতে করে সব ধরণের শ্রোতাদের জন্য আপনার শো আরও বেশি সহজে ব্যবহারযোগ্য হয়ে উঠবে। যে সকল শ্রোতা কানে ঠিকমত শুনতে পান না, তাদেরকে সাহায্য করার জন্য আপনার কন্টেন্টটিকে আরও ব্যবহারযোগ্য করে তুলুন। VEED এর অটো ট্রান্সক্রিপশন টুল আপনাকে আপনার শ্রোতাদেরকে আপনার পডকাস্ট এপিসোডগুলোর একটি লিখিত কপি দিতে সাহায্য করে। এটি আরও বেশি সাবস্ক্রাইবার পাবার এবং আপনার ফলোয়িং বাড়ানোর একটি খুবই ভাল উপায়।
কিভাবে পডকাস্ট ট্রান্সক্রিপ্ট অটো তৈরি করবেনঃ
1আপনার অডিও ফাইলটি আপলোড করুন
VEED এ আপনার পডকাস্ট অডিও ফাইলটি আপলোড করুন। শুধু 'ফাইল সিলেক্ট করুন' এ ক্লিক করে আপনার ফোল্ডার থেকে ফাইল সিলেক্ট করুন। অথবা এটিকে বক্সে টেনে এনে ছেড়ে দিন।
2'অটো ট্রান্সক্রাইব করুন' এ ক্লিক করুন
বামদিকের মেনু থেকে 'এলিমেন্ট' এ যান এবং সাবটাইটেল এর অধীনে থাকা 'অটো ট্রান্সক্রাইব করুন' এ ক্লিক করুন। আপনার ট্রান্সক্রিপ্টটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে। প্রয়োজন অনুযায়ী ট্রান্সক্রিপশনটি এডিট করুন।
3ট্রান্সক্রিপ্টটি ডাউনলোড করুন
আপনি সাবটাইটেল পেজ এ থাকা অবস্থায় 'অপশন' এ ক্লিক করুন। আপনার পছন্দসই টেক্সট ফরম্যাট সিলেক্ট করুন এবং ডাউনলোড বাটনে ক্লিক করুন।

‘পডকাস্ট ট্রান্সক্রিপ্ট' এর টিউটোরিয়াল
আরও এংগেজিং পডকাস্ট কন্টেন্ট তৈরি করুন
আপনার পডকাস্ট এপিসোডগুলোর একটি ট্রান্সক্রিপ্ট সরবরাহ করে আপনি আপনার পডকাস্ট চ্যানেলে আরও বেশি এংগেজমেন্ট বাড়াতে পারেন। এতে করে সোশ্যাল মিডিয়াতে শেয়ারও বেড়ে যাবে। সবচেয়ে ভাল বিষয়টি হচ্ছে, VEED এ এটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যায়। আপনাকে একটি অডিও ফাইল ট্রান্সক্রাইব করতে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করতে হবে না। শুধু সাবটাইটেল মেনুতে গিয়ে 'অটো ট্রান্সক্রাইব করুন' এ ক্লিক করুন এবং আপনি টেক্সট ফাইলটি TXT, SRT বা VTT ফরম্যাটে ডাউনলোড করতে পারেন।
আপনার পডকাস্ট অনুবাদ করুন
আপনি কি সারা বিশ্বে শ্রোতা তৈরি করতে চান? তাহলে তা এখন আপনি পারেন! ট্রান্সক্রিপশন শেষ হয়ে গেলে, আপনি তা বিভিন্ন ভাষায় অনুবাদও করতে পারেন। VEED ১০০টিরও বেশি ভাষা সনাক্ত করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার ট্রান্সক্রিপ্টটিকে আপনার পছন্দসই ভাষায় অনুবাদ করতে পারে। শুধু একই সাবটাইটেল পেজ এ 'অনুবাদ করুন' এ ক্লিক করুন।
দ্রুত, সঠিক ও সাশ্রয়ী
VEED এর অনেক দ্রুত অনলাইন অটো-ট্রান্সক্রিপশন ৯৫% সঠিক। আপনি হয়তো ট্রান্সক্রিপশনটিতে কিছু সংশোধন করতে চাইতে পারেন, কিন্তু এটি ম্যানুয়ালি টাইপ করার তুলনায় মাত্র কয়েক মিনিট সময় নেয়। এটি অন্য সার্ভিসগুলো থেকে অবিশ্বাস্য মাত্রায় বেশি সাশ্রয়ী। আপনি আরও তথ্যের জন্য আমাদের মূল্যের পৃষ্ঠাটি দেখে নিতে পারেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি পডকাস্ট ট্রান্সক্রিপশন টুল ছাড়াও আরও অনেক কিছু
আপনার পডকাস্টগুলোর জন্য স্বয়ংক্রিয়ভাবে ট্রান্সক্রিপশন তৈরি ছাড়াও VEED অডিও ও ভিডিও এডিটিং এর জন্য প্রচুর পরিমাণ টুল অফার করে। শুধু একটি ক্লিকেই আপনি আপনার অডিও ক্লিন করতে পারেন। আপনি আপনার অডিও ক্লিপগুলোকে স্প্লিট ও ট্রিম করতে এবং পুনরায় সাজাতেও পারেন। আপনার অডিও কন্টেন্টকে বিভিন্ন ভাষায় অনুবাদ করুন। সেই সাথে, আমাদের সব ভিডিও এডিটিং টুল ব্যবহারের সুযোগ পান।
