মিডিয়া ট্রান্সক্রিপশন
অডিও ও ভিডিও রেকর্ডিংগুলোকে টেক্সট ফাইল এ কনভার্ট করুন








অনলাইন মিডিয়া ট্রান্সক্রিপশন অ্যাপ
VEED আপনাকে এক ক্লিকেই স্বয়ংক্রিয়ভাবে ভিডিও ও অডিও রেকর্ডিং ট্রান্সক্রাইব করতে সাহায্য করে। এত সঠিক ট্রান্সক্রিপশন পেয়ে যান, যাতে সামান্য কিছু এডিট প্রয়োজন হয়। এমনকি আপনি আপনার ট্রান্সক্রিপ্টটি বিভিন্ন ভাষায় অনুবাদও করতে পারেন। আপনার কাজ শেষ হয়ে গেলে, আপনি আমাদের ভিডিও এডিটর ব্যবহার করে আপনার ভিডিও বা অডিওটি এডিটও করতে পারেন। TXT ফরম্যাটে আপনার ট্রান্সক্রিপশনের একটি কপি ডাউনলোড করুন। একটি প্রিমিয়াম একাউন্ট থাকলে আপনি সীমাহীন ট্রান্সক্রিপশন ডাউনলোড করতে পারেন; আরও তথ্যের জন্য আমাদের মূল্যের পৃষ্ঠাটি দেখে আসতে পারেন।
কিভাবে মিডিয়া থেকে টেক্সট এ ট্রান্সক্রাইব করবেনঃ
1অডিও বা ভিডিও রেকর্ড বা আপলোড করুন
VEED এ আপনার অডিও বা ভিডিও রেকর্ড বা আপলোড করুন। আপনি এটিকে বক্সে টেনে এনে ছেড়ে দিলেও পারেন।
2ট্রান্সক্রিপশন তৈরি করুন
'সাবটাইটেল' এ ক্লিক করুন > 'অটো সাবটাইটেল' এরপর 'শুরু করুন' এ ক্লিক করুন। ভিডিও প্লে হতে হতে আপনার ট্রান্সক্রিপ্টটি স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাবে।
3এডিট ও সংরক্ষণ করুন
এডিট করার জন্য সাবটাইটেলগুলোতে ক্লিক করে টাইপ করা শুরু করুন। আপনি সাবটাইটেল এর ডিজাইনও এডিট করতে পারেন, 'স্টাইল' এ ক্লিক করুন এবং VEED এর ডিজাইন অপশনগুলো থেকে একটি সিলেক্ট করুন। শেষ হলে, 'অপশন' এ ক্লিক করুন, এরপর আপনার টেক্সট ট্রান্সক্রিপ্টটি ডাউনলোড করতে 'TXT ফরম্যাট' এ 'সাবটাইটেল ডাউনলোড করুন'।

'মিডিয়া ট্রান্সক্রিপশন' এর টিউটোরিয়াল
সবচেয়ে ভাল অনলাইন মিডিয়া ট্রান্সক্রিপশন টুল
আপনি অডিও ও ভিডিও রেকর্ডিংগুলো ট্রান্সক্রাইব করতে পারেন এবং অনলাইনেই সরাসরি আপনার ব্রাউজার থেকে আপনার টেক্সট ট্রান্সক্রিপ্টের একটি কপি ডাউনলোড করতে পারেন। আপনাকে কোন সফটওয়্যার ইন্সটল করতে হবে না। অনলাইনে একই জায়গায় আপনার কন্টেন্ট রেকর্ড, আপলোড ও ট্রান্সক্রাইব করুন। সেইসাথে, আপনার সব রেকর্ডিং ক্লাউড স্টোরেজ এ সংরক্ষিত হয়ে যাবে। যে কোন সময়, যে কোন স্থানে আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
সঠিক, দ্রুত ও সাশ্রয়ী মিডিয়া ট্রান্সক্রিপশন
VEED এর মিডিয়া ট্রান্সক্রিপশন সফটওয়্যারটি দ্রুত, সঠিক ও সাশ্রয়ী। শুধু আপনার অডিও বা ভিডিও রেকর্ড বা আপলোড করুন এবং আমাদের স্বয়ংক্রিয় ট্রান্সক্রিপশন ফিচার ব্যবহার করুন। আপনাকে কয়েকটি টেক্সট এর লাইন এডিট করতে হতে পারে, কিন্তু অন্যান্য সময়-সাপেক্ষ পদ্ধতির তুলনায় এটি একেবারেই অল্প। এরপর আপনি কয়েক মিনিটেই আপনার ট্রান্সক্রিপশনের একটি কপি ডাউনলোড করতে পারবেন।
অনলাইনে আপনার মিডিয়া রেকর্ড, এডিট ও শেয়ার করুন
VEED আপনার সব অডিও ও ভিডিও এডিটিং প্রয়োজনীয়তা পূরণের জন্য সব ধরণের টুলের একটি পরিপূর্ণ স্যুট অফার করে। আপনি আমাদের ওয়েবক্যাম রেকর্ডার ব্যবহার করে একটি ভিডিও বা অডিও রেকর্ড করতে পারেন - এরপর সহজেই এগুলোকে ট্রান্সক্রাইব করুন। এক ক্লিকেই আপনার মিডিয়া ট্রান্সক্রিপ্টের একটি কপি ডাউনলোড করুন। VEED একটি হোস্টিং প্লাটফর্ম হিসেবেও কাজ করে। আপনি আপনার ভিডিও ও অডিও রেকর্ডিংগুলো স্টোর করতে পারেন এবং এগুলোকে সরাসরি ভিডিও-শেয়ারিং ও সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোতে শেয়ার করতে পারেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি মিডিয়া ট্রান্সক্রিপশন সফটওয়্যার ছাড়াও আরও অনেক কিছু
আমাদের মিডিয়া ট্রান্সক্রিপশন টুলটি আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যারের কেবল একটি মাত্র ফিচার। আরও অনেক কিছু ব্যবহার করে দেখতে পারেন! আমাদের ভিডিও এডিটর আপনাকে শুধু আপনার অডিও ও ভিডিও ফাইল ট্রান্সক্রাইব করা ছাড়াও আরও অনেক কিছু করতে আপনাকে সাহায্য করে। এটি মাত্র কয়েকটি ক্লিকেই অসাধারণ ও উচ্চমানের ভিডিও তৈরি করার জন্য একেবারে উপযুক্ত। আপনি অডিও রেকর্ড করতে পারেন, ভিডিও রেকর্ড করতে পারেন এবং এমনকি প্রেজেন্টেশন তৈরি করার জন্য স্লাইড সহ ভিডিওও রেকর্ড করতে পারেন। VEED ব্যবহার করে দেখুন এবং আজই প্রফেশনাল ভিডিও তৈরি করা শুরু করে দিন!
