ইন্সটাগ্রাম স্টোরির জন্য ভিডিও রিসাইজ করুন
ইউটিউব, ইন্সটাগ্রাম, টুইটার ইত্যাদির জন্য আপনার ভিডিওগুলো রিসাইজ করুন - একটি মাত্র সিঙ্গেল ক্লিকেই!








অনলাইনে ইন্সটাগ্রাম স্টোরির জন্য আপনার ভিডিও রিসাইজ করুন, বিনামূল্যে!
ইন্সটাগ্রামে সুন্দরমত ফিট করার জন্য আপনার ভিডিও ডাইমেনশনগুলো পরিবর্তন করতে চান? VEED এর দুর্দান্ত ভিডিও এডিটর ব্যবহার করে আপনি সহজেই আপনার ভিডিও যে কোন প্রিসেট সাইজে ফিট করে অসাধারণ ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন! নতুন হন বা অভিজ্ঞ, VEED এর সফটওয়্যার প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটরের জন্যই পারফেক্ট, যারা তাদের সবচেয়ে ভাল কাজ প্রস্তুত করতে চায়। আর আমরা জানি, আপনার সবচেয়ে ভাল কাজ তৈরির জন্য আপনার ভিডিও রিসাইজ করা প্রয়োজন। VEED ব্যবহার করতে আপনাকে কোন সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। ইন্সটাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের জন্য রিসাইজ করা শুরু করতে শুধু আপনার ভিডিও আপলোড করুন। এটি এতটাই সহজ। VEED এর সফটওয়্যার ব্যবহার করে সময় বাঁচান। আপনার অনলাইন কর্মদক্ষতা বাড়িয়ে তুলুন এবং আরও অসাধারণ ভিডিও কন্টেন্ট ইন্সটাগ্রামে আপলোড করুন, VEED ব্যবহার করে!
কিভাবে ইন্সটাগ্রাম স্টোরির জন্য আপনার ভিডিওগুলো রিসাইজ করবেন
1আপলোড করুন
'ভিডিও রিসাইজ করুন' এ ক্লিক করুন এবং VEED এ আপনার ভিডিও আপলোড করুন।
2রিসাইজ করুন
'সেটিংস' এ ক্লিক করুন এবং এরপর ডাইমেনশন সিলেক্ট করতে 'ক্যানভাস' ড্রপডাউন মেনুতে ক্লিক করুন। আপনার ইন্সটাগ্রাম স্টোরির জন্য অ্যাসপেক্ট রেশিও - 1080px x 1920px | 9:16 (উল্লম্ব ভিডিও)। নতুন অ্যাসপেক্ট রেশিও ফ্রেম এ ফিট করতে আপনার ভিডিওর কোণাগুলো ক্লিক করে টেনে নিন।
3ডাউনলোড করুন
ফাইলটিকে একটি MP4 হিসেবে ডাউনলোড করুন (ইন্সটাগ্রামের সাথে সামঞ্জস্যপূর্ণ) এবং ফলোয়ার ও বন্ধুবান্ধবের সাথে আপনার রিসাইজ করা ভিডিও শেয়ার করুন!

‘ইন্সটাগ্রাম স্টোরির জন্য ভিডিও রিসাইজ করা’র টিউটোরিয়াল
কোয়ালিটি বজায় রাখুন
কোয়ালিটি অনেক গুরুত্বপূর্ণ। আমরা জানি, আপনি কোয়ালিটি হারিয়ে আপনার ভিডিও রিসাইজ করতে চান না। আপনি আপনার রিসাইজ করা ভিডিওটি সর্বোচ্চ সম্ভাব্য রেজোলিউশনে পেতে চান। আপনি পোরট্রেট (4:5), বর্গাকার (1:1), উল্লম্ব (9:16) বা অন্য যে কোন অ্যাসপেক্ট রেশিওতেই রিসাইজ করতে চান না কেন, VEED নিশ্চিত করে যেন আপনার ভিডিওটি কোন অপ্রয়োজনীয় পিক্সেলেশন ছাড়াই রেন্ডার হয়। VEED এর মাধ্যমে আপনি 4K রেজোলিউশন পর্যন্ত প্রফেশনাল ভিডিও কন্টেন্ট তৈরি করতে পারেন, কোয়ালিটিতে না হারিয়েই।
আপনার দর্শকদেরকে এংগেজ করুন
আপনার দর্শকদের জন্য এংগেজিং কন্টেন্ট রাখাই সবচেয়ে ভাল উপায়। VEED এর ভিডিও রিসাইজার ব্যবহার করার অর্থ আপনার কন্টেন্ট অপটিমাইজ করে দর্শকদের এংগেজমেন্ট সর্বোচ্চ করা। VEED এর অনলাইন ভিডিও রিসাইজার আপনাকে যে কোন ভিডিওর মাধ্যমে যে কোন প্লাটফর্মে আপনার দর্শকদেরকে এংগেজ করতে সাহায্য করে।
ইন্সটাগ্রাম ইত্যাদির জন্য রিসাইজিং
VEED এর মাধ্যমে ইন্সটাগ্রাম, ইউটিউব, টুইটার ইত্যাদির জন্য আপনার ভিডিও রিসাইজ করা একেবারে সহজ। এতে মাত্র কয়েকটি ক্লিক লাগে এবং আপনি একটি ভিডিওকেই বিভিন্ন প্লাটফর্মে ব্যবহার করতে পারেন। কন্টেন্ট এর রাজা বা রানী হয়ে যান, লাইক পান এবং সোশ্যাল মিডিয়ার দুনিয়া জুড়ে ফলোয়ার তৈরি করুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু ইন্সটাগ্রাম স্টোরির জন্য ভিডিও রিসাইজিং টুল ছাড়াও আরও অনেক কিছু
VEED আপনাকে সবচেয়ে ভাল সম্ভাব্য কন্টেন্ট তৈরি করতে সাহায্য করে। VEED একটি শক্তিশালী ভিডিও এডিটর, যা কন্টেন্ট নির্মাতাদেরকে অনুপ্রেরণামূলক, উদ্ভাবনী ভিডিও তৈরিতে সাহায্য করে, এংগেজমেন্ট বাড়াতে, ফলোয়ারদেরকে আকর্ষণ করতে এবং সেলস বাড়াতেও সাহায্য করে। VEED এর অসাধারণ এডিটিং টুল ব্যবহার করে আপনি সহজেই এংগেজিং কন্টেন্ট তৈরি করতে পারেন। VEED সব ধরণের ব্যবহারকারীরাই ব্যবহার করতে পারেন, কোন ভিডিও এডিটিং এর অভিজ্ঞতা দরকার নেই। আজই VEED ব্যবহার করুন এবং আপনার সৃজনশীল কন্টেন্ট আপনাকে কোথায় নিয়ে যায় তা দেখুন!
