







ইমেজের সিকুয়েন্স থেকে ভিডিও তৈরি করুন
একটি ভিডিও দরকার কিন্তু শুট করে নিতে পারছেন না? VEED এর ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করে আপনি একদম শুরু থেকে ফটো বা ইমেজের সিকুয়েন্স থেকে ভিডিও তৈরি করে ফেলতে পারেন। আপনি মিউজিক, টেক্সট, সাবটাইটেল ইত্যাদি যুক্তও করতে পারেন। ইমেজের মধ্যবর্তী ট্রানজিশন ব্যবহার করে অসাধারণ ইফেক্ট তৈরি করুন; আমাদের দুর্দান্ত অ্যানিমেটেড ট্রানজিশনগুলো থেকে পছন্দ করুন। আপনি যদি আপনার ভিডিওতে টেক্সট যুক্ত করেন, তাহলে আপনি সেগুলোকে অ্যানিমেটও করতে পারবেন! সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য ইমেজ থেকে অসাধারণ ভিডিও তৈরি করুন। আপনার Google Photos অ্যাপ থেকে ইমেজ সিলেক্ট করুন অথবা এগুলোকে টেনে এনে এডিটরে ছেড়ে দিন।
কিভাবে ইমেজ থেকে একটি ভিডিও তৈরি করবেনঃ

ইমেজ আপলোড করুন
VEED এ আপনার ইমেজ/গুলো আপলোড করুন। আপনি আপনার ইমেজগুলো এডিটরে টেনে এনে ছেড়েও দিতে পারেন।

মিউজিক, টেক্সট ইত্যাদি যুক্ত করুন
আপনি মিউজিক, টেক্সট, সাবটাইটেল, ট্রানজিশন ইত্যাদি আপনার ইমেজে যুক্ত করে ভিডিও তৈরি করতে পারেন। আমাদের ভিডিও এডিটিং টুল এর বিশাল সিলেকশন ব্যবহার করে দেখুন।

রপ্তানি করুন
আপনি যদি আপনার নতুন ভিডিও নিয়ে সন্তুষ্ট থাকেন, তাহলে ‘রপ্তানি করুন’ এ ক্লিক করুন। আপনার ভিডিওটি ডাউনলোড করে সোশ্যাল মিডিয়া ও অন্যান্য প্লাটফর্মে শেয়ার করুন!
‘ইমেজ থেকে ভিডিও’ টিউটোরিয়াল
অনলাইনে ইমেজ থেকে ভিডিও তৈরি করুন
VEED অনলাইনে সহজেই আপনাকে ইমেজ থেকে ভিডিও তৈরি করার সুযোগ দেয়—কোন সফটওয়্যার ডাউনলোড ও ইন্সটলের দরকার নেই। আমাদের ভিডিও এডিটিং সফটওয়্যার সরাসরি আপনার ব্রাউজারেই কাজ করে এবং আপনি মাত্র কয়েকটি ক্লিকেই অসাধারণ ভিডিও তৈরি করতে পারেন! শুধু আপনার ইমেজগুলো আপলোড করুন অথবা এগুলোকে টাইমলাইনে টেনে এনে ছেড়ে দিন। এটি অনেক সহজ! আপনার কোন ভিডিও এডিটিং এর অভিজ্ঞতা থাকা লাগবে না। তার উপর এটি ফ্রী! দামি সফটওয়্যার কিনতে গিয়ে টাকাও খরচ করতে হবে না।

মিউজিক, টেক্সট, অ্যানিমেশন, ট্রানজিশন ইত্যাদি যুক্ত করুন!
আপনার কাছে যদি ভিডিওতে অডিও যুক্ত করার জন্য অডিও না থাকে, তাহলে আপনি আমাদের রয়্যালটিমুক্ত স্টক মিউজিক ও সাউন্ড ইফেক্টের লাইব্রেরি থেকে সিলেক্ট করতে পারেন। মিউজিক ভিডিও, মুভি ট্রেইলার, সেলস ভিডিও ইত্যাদি তৈরি করুন। আমাদের প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা আমাদের সম্পূর্ণ স্টক লাইব্রেরি ব্যবহারের সুযোগ পান। আরও তথ্যের জন্য আমাদের মূল্যের পেজ দেখে নিন। আপনি টেক্সট যুক্ত করে অ্যানিমেটও করতে পারেন। শিরোনাম ও সাবটাইটেল যুক্ত করুন, এমনকি এগুলোকে ভিন্ন ভিন্ন ভাষায় অনুবাদ করুন (প্রো ইউজারদের ব্যবহারের জন্য)। আমাদের দুর্দান্ত ট্রানজিশনগুলো থেকে পছন্দ করে আপনার ভিডিওটিকে আরও সুন্দর করে তুলুন। উইন্ডোজ মুভি মেকার এর মত অন্যান্য সফটওয়্যার ব্যবহার করার চেয়ে এটি অনেক ভাল উপায়।

টেমপ্লেট দিয়েই কাজ শুরু করে দিন
আমাদের ভিডিও টেমপ্লেটগুলোর ব্যবহার আরেকটি বিকল্প। অনেক অনেক থিম থেকে পছন্দ করুন—ছুটির দিনের ভিডিও টেম্পলেট থেকে শুরু করে জন্মদিনের ভিডিও, পডকাস্ট, সেলস ভিডিও ইত্যাদির টেমপ্লেট! আপনাকে শুধু আপনার ব্যবহার ও কাস্টমাইজ করার জন্য মানানসই একটি টেমপ্লেট সিলেক্ট করতে হবে। আপনি মিউজিক ও ইমেজ পরিবর্তন করতে পারেন, টেক্সট কাস্টমাইজ করতে পারেন, আপনার ব্যক্তিগত ছোঁয়া যুক্ত করতে পারেন। আপনার ভিডিও MP4 হিসেবে ডাউনলোড করে এটিকে VLC Media Player এ চালাতেও পারেন এবং/বা এটিকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন!

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি ছবি থেকে ভিডিও কনভার্টার ছাড়াও আরও অনেক কিছু
VEED আপনাকে ছবি থেকে ভিডিও তৈরি করা ছাড়াও আরও অনেক কিছুতে সাহায্য করে। এটি একটি সম্পূর্ণ ভিডিও এডিটিং সফটওয়্যার, যা অনেক প্রো টুল দিয়ে পরিপূর্ণ, এগুলো অন্য কোন ফ্রী অ্যাপে পাবেন না! VEED ব্যবহার করে আপনি সাবটাইটেল, অ্যানিমেশন, GIF, টেক্সট ইত্যাদি যুক্ত করতে পারেন। আপনি আমাদের ফ্রী ভিডিও টেমপ্লেট ব্যবহার করেও কাজ শুরু করতে পারেন। আমাদের কালার কারেকশন টুল, ভিডিও ব্রাইটনেস এডিটর ইত্যাদি ব্যবহার করে আপনি আপনার ভিডিওগুলোকে প্রফেশনাল করে তুলতে পারেন। আজই কাজ শুরু করে দিন। সরাসরি আপনার ব্রাউজারেই VEED ব্যবহার করুন!
