MP4 এ অডিও যুক্ত করুন
আপনার MP4 ভিডিওগুলোতে অডিও যুক্ত করুন। অনলাইন, সহজেই ব্যবহারযোগ্য








অনলাইনে একটি MP4 ভিডিওতে মিউজিক যুক্ত করুন
VEED এর সহজ অনলাইন ভিডিও এডিটর ব্যবহার করে আপনার ভিডিওগুলোতে মিউজিক যুক্ত করুন বা আসল অডিও ট্র্যাকটিকে প্রতিস্থাপিত করুন। আপনি যতগুলো ইচ্ছা, ততগুলো অডিও ক্লিপ যুক্ত করতে পারেন। MP3, WAV, M4A ইত্যাদির মত আরও অনেক রকম অডিও ফরম্যাত আপলোড করুন। প্রত্যেকটি মিউজিক ট্র্যাক এডিট করুন - অডিও ক্লিপগুলোকে স্প্লিট, ট্রিম, এমনকি একত্রে কম্বাইন করুন। আপনার ভিডিও ও অডিও ট্র্যাকটি একটি MP4 ফাইল হিসেবে রপ্তানি হয়ে যাবে। আপনার অডিও এডিট করা ছাড়াও, আমাদের ভিডিও এডিটিং টুল ব্যবহার করে আপনি আপনার ভিডিওগুলোও এডিট করতে পারেন। VEED ব্যবহার করা একেবারেই সহজ। VLC মিডিয়া প্লেয়ার এর মত জটিল সফটওয়্যার ব্যবহার করতে হবে না!
কিভাবে একটি MP4 ভিডিওতে মিউজিক যুক্ত করবেনঃ
1একটি MP4 ভিডিও আপলোড করুন
'MP4 ফাইল সিলেক্ট করুন' এ ক্লিক করে আপনার ফোল্ডার থেকে MP4 ভিডিওগুলো সিলেক্ট করুন। আপনি পপআপ উইন্ডোতে আপনার ফাইলগুলোকে টেনে এনে ছেড়ে দিলেও পারেন।
2অডিও ফাইল যুক্ত করা শুরু করুন
এডিটরে আপনার অডিও ফাইলগুলো যুক্ত করার জন্য বামদিকের মেনু থেকে 'আপলোড করুন' এ ক্লিক করুন। আপনি স্ক্রিনের বামদিকে নিচে থাকা প্লাস (+) আইকনেও ক্লিক করতে পারেন। আপনার অডিও ফাইলগুলো সিলেক্ট করুন বা বক্সে টেনে এনে ছেড়ে দিন।
3আপনার ভিডিও রপ্তানি করুন
'রপ্তানি করুন' এ ক্লিক করুন। আপনার ভিডিও ও আপলোড করা অডিও ট্র্যাকটি একটি MP4 ফাইল হিসেবে রপ্তানি হয়ে যাবে।

'ভিডিওতে অডিও যুক্ত করা'র টিউটোরিয়াল
অডিও যুক্ত করুন, একটি MP4 ভিডিওতে মিউজিক যুক্ত করুন
VEED এর অনলাইন ভিডিও এডিটর আপনাকে আপনার ভিডিওগুলোতে মিউজিক যুক্ত করার সুযোগ দেয়। আপনি কি একটি ভিডিওতে থাকা অডিও ট্র্যাকটি প্রতিস্থাপিত করতে চান? আপনি সেটিংস এ থাকা সাউন্ড আইকনে ক্লিক করে এটিকে মিউট করতে পারেন। এরপর আপনি আপনার ভিডিওতে চালানোর জন্য অন্য একটি অডিও ট্র্যাক যুক্ত করতে পারেন।
আরও অডিও ট্র্যাক যুক্ত করুন ও এডিট করুন
আপনি যতগুলো ইচ্ছা, ততগুলো অডিও ক্লিপ যুক্ত করতে পারেন। এরপর আপনি এগুলোকে টাইমলাইনে স্প্লিট ও ট্রিম করতে এবং পুনরায় সাজাতে পারেন। আরও অডিও ফাইল যুক্ত করতে হলে, বামদিকের মেনু থেকে 'আপলোড করুন' এ ক্লিক করুন বা এডিটিং পেন এর নিচে ডানদিকে থাকা প্লাস (+) বাটনে ক্লিক করুন। আপনি প্রত্যেকটি ক্লিপকে আপনার পছন্দমত এডিট করতে পারবেন। এগুলোকে স্প্লিট করুন, ট্রিম করুন এবং পুনরায় সাজান - আপনার ভিডিওর জন্য নিজস্ব অডিও মিক্স তৈরি করুন!
অনলাইন এবং ফ্রী ভিডিও ও অডিও এডিটর
VEED এর সব ভিডিও এডিটিং টুল ফ্রী ও অনলাইন। আপনার ভিডিওতে অডিও যুক্ত করুন, আপনার ভিডিও ও অডিও ক্লিপ উভয়ই এডিট করুন - সম্পূর্ণ বিনামূল্যে! সরাসরি আপনার ব্রাউজার থেকে যে কোন জায়গায় আপনার প্রজেক্টগুলো ব্যবহার করুন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর মত ব্যয়বহুল সফটওয়্যার কিনতে গিয়ে টাকা খরচ করতে হবে না।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু আপনার ভিডিওতে অডিও যুক্ত করা ছাড়াও আরও অনেক কিছু
VEED শুধু আপনাকে আপনার MP4 ভিডিওগুলোতে মিউজিক যুক্ত করতেই সাহায্য করে না, বরং এটি আপনার ভিডিও ও অডিও ক্লিপ এডিট করার সুযোগও দেয়। আমাদের অনলাইন ভিডিও এডিটিং সফটওয়্যারে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য দুর্দান্ত ভিডিও তৈরি করতে সহায়ক সবগুলো টুল আছে। এটি ব্যবহার করা একেবারেই সহজ। উইন্ডোজ মুভি মেকার এর মত জটিল অ্যাপ ব্যবহার করার দরকার নেই। এই সব কিছুই করুন, সরাসরি আপনার ব্রাউজার থেকে!
