রিমোট পডকাস্ট রেকর্ডিং
আপনার পডকাস্টগুলো রেকর্ড ও স্ট্রিম করুন - সরাসরি আপনার ব্রাউজার থেকেই!








রিমোট পডকাস্ট রেকর্ডিং ও এডিটিং সফটওয়্যার
VEED এর পডকাস্টিং সফটওয়্যার ব্যবহার করে রিমোটলি আপনার পডকাস্টগুলো রেকর্ড ও স্ট্রিম করুন। কাজ শেষ হয়ে গেলে, আপনি সহজেই বিল্ট-ইন ভিডিও এডিটর ব্যবহার করে আপনার রেকর্ডিং এডিট করে প্রফেশনাল দেখাতে পারেন। আপনি রেকর্ড, স্ট্রিম ও এডিট করতে পারেন সরাসরি আপনার ব্রাউজার থেকেই। আপনি আপনার পডকাস্ট স্ট্রিম করার সময়, এটি স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়ে যাবে। এক ক্লিকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ভিডিও-শেয়ারিং প্লাটফর্মে আপনার পডকাস্টগুলো শেয়ার করুন! আমাদের পডকাস্ট রেকর্ডিং অ্যাপ গুগল ক্রোম ও অন্যান্য জনপ্রিয় ব্রাউজারের সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনার শুধু একটি ইন্টারনেট সংযোগ দরকার!
কিভাবে রিমোটলি একটি পডকাস্ট রেকর্ড করবেনঃ
1স্ট্রিম বা রেকর্ড করুন
আপনি সাথে সাথেই আপনার পডকাস্ট লাইভ স্ট্রিম বা রেকর্ড করতে পারেন - শুধু 'রেকর্ডিং শুরু করুন' বাটনে ক্লিক করুন। আপনি স্ট্রিম করার সময় আপনার ভিডিও স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড হয়ে যাবে।
2আপনার পডকাস্ট এডিট করুন
কাজ শেষ হয়ে গেলে, আপনি সরাসরি আপনার রেকর্ডিং এডিট করতে পারেন! আপনি আপনার পডকাস্টের একটি ট্রান্সক্রিপ্ট দেখতে পাবেন, তখন এর অংশবিশেষ হাইলাইট করে কাট করতে ডিলিট চাপুন। আপনার ভিডিও বা অডিওতে আরও পরিবর্তন আনতে, শুধু উপরে থাকা 'এডিট করুন' এ ক্লিক করুন।
3ডাউনলোড ও শেয়ার করুন
আপনি TXT বা SRT ফরম্যাটে আপনার পডকাস্ট ট্রান্সক্রিপ্ট এর একটি কপি ডাউনলোড করতে পারেন। এরপর আপনি আপনার পডকাস্ট ডাউনলোড ও শেয়ার করতে পারেন!

‘রিমোট পডকাস্ট রেকর্ডিং’ টিউটোরিয়াল
অল-ইন-ওয়ান পডকাস্ট রেকর্ডিং ও এডিটিং অ্যাপ
VEED এর পডকাস্ট রেকর্ডি সফটওয়্যার বিল্ট-ইন টুল ফিচার করে, যা আপনাকে বিভিন্ন প্লাটফর্মে আপনার পডকাস্টগুলো রেকর্ড, এডিট ও লাইভ স্ট্রিম করতে দেয়। ফেসবুক, টুইটার, টুইচ ইত্যাদিতে এক ক্লিকেই লাইভে চলে যান। ভিন্ন ভিন্ন লেআউট দিয়ে আপনার পডকাস্ট কাস্টমাইজ করুন, টেক্সট ও ওভারলে যুক্ত করুন। এটি অডিও এডিটিং সফটওয়্যারও ফিচার করে - ব্যাকগ্রাউন্ড নয়েজ সরান, সাউন্ড ইফেক্ট যুক্ত করুন, এবং আরও অনেক কিছু! কাজ শেষ হবার পর আপনি একটি সম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট পেয়ে যাবেন - আপনি ভিডিওর যে অংশগুলো পছন্দ না, সেগুলো কেটে ফেলতে পারেন বা মজার পার্টগুলো ছোট একটি ক্লিপে রপ্তানি করতে পারেন। আপনি আপনার রেকর্ডিংগুলো পস করতে পারেন ও কয়েকটি দৃশ্য তৈরি করতে পারেন, প্রত্যেকটি ক্লিপ এডিট করতে পারেন এবং আরও অনেক কিছু!
একাই বা সহযোগীদের সাথে রেকর্ড করুন
আপনি একাই আপনার পডকাস্ট রেকর্ড করতে পারেন বা সহযোগীদেরকে আপনার শো তে আমন্ত্রণ জানাতে পারেন। VEED অনলাইনে একত্রে কাজ করায় সহায়ক টুলের একটি সম্পূর্ণ স্যুট ব্যবহারের সুযোগ দেয়! শুধু ইনভাইট লিংকটি কপি করে তা আপনার অতিথিদেরকে পাঠান (আপনি সর্বোচ্চ ৮ জন অতিথি রাখতে পারেন) এবং তাদেরকে সেশনে যোগ দেওয়ার সুযোগ দিন। বিভিন্ন লেআউট থেকে একটি সিলেক্ট করুন বা একটি প্রধান স্পিকার ভিউ সেট করে বর্তমানে কথা বলা অতিথিকে হাইলাইট করুন। এরপর রেকর্ডিং ও স্ট্রিমিং শুরু করুন! আপনার ভিডিওগুলোকে একটি স্টুডিও-কোয়ালিটির লুক দিতে রেকর্ডিং এর পর এডিট করুন।
একটি সম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট পেয়ে যান
আপনার স্ট্রিম বা রেকর্ড করা শেষ হলে, আপনি সেশনটির একটি সম্পূর্ণ ও সঠিক ট্রান্সক্রিপ্ট পেয়ে যাবেন। টেক্সট দিয়ে আপনি সম্পূর্ণ ভিডিও এডিট করে রপ্তানি করতে পারেন বা আকর্ষণীয় অংশগুলো হাইলাইট করে রপ্তানি করতে পারেন এবং এগুলোকে আরও ভিডিও কন্টেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। একটি .SRT বা .TXT ফাইল হিসেবে সম্পূর্ণ ট্রান্সক্রিপ্টটি রপ্তানি করার অপশনও আছে।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি রিমোট পডকাস্ট রেকর্ডিং সফটওয়্যার ছাড়াও আরও অনেক কিছু
VEED একটি শক্তিশালী অল-ইন-ওয়ান প্লাটফর্ম যা আপনাকে শুধু পডকাস্টিং এর সাথে সম্পর্কিত সব কিছুই করতে দেয় না, বরং আপনার ভিডিও তৈরি ও এডিটিং এর জন্য প্রয়োজনীয় সব কিছুতেও সাহায্য করে। এটি একটি লাইভ স্ট্রিমিং প্লাটফর্ম হিসেবেও কাজ করে! VEED এর সবচেয়ে ভাল বিষয় হচ্ছে, আপনার স্ট্রিমিং বা রেকর্ডিং সেশনের পর আপনি আপনার ভিডিওগুলো এডিটও করতে পারেন। আপনি ভিডিও এডিটিং টুলের একটি সম্পূর্ণ স্যুট ব্যবহার করার সুযোগ পাবেন। আপনার ভিডিও রিসাইজ করুন, যাতে এটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ভিডিও-শেয়ারিং প্লাটফর্মে শেয়ার করতে পারেন। VEED ব্যবহার করে দেখুন এবং আজই স্টুডিও-কোয়ালিটির পডকাস্ট তৈরি করা শুরু করে দিন!
