ভিডিও পডকাস্ট
লাইভে যাওয়া বা হাই কোয়ালিটির ভিডিও পডকাস্ট ও রিমোট ইন্টারভিউ রেকর্ড করার সবচেয়ে সহজ উপায়।








লাইভে যান বা আপনার ভিডিও পডকাস্ট রেকর্ড করুন
VEED লাইভ একটি অনলাইন ভিডিও পডকাস্ট সফটওয়্যার, যা রিমোটলি আপনাকে লাইভে যেতে বা হাই কোয়ালিটির ভিডিও পডকাস্ট রেকর্ড করতে সাহায্য করে। পডকাস্টিং ও ভিডিও কন্টেন্ট একটি অসাধারণ ম্যাচ এবং এটি করা আগে কখনই এত সহজ ছিল না। একটি রিমোট ইন্টারভিউর জন্য আপনার ব্যাকগ্রাউন্ড ও ওভারলে কাস্টমাইজ করুন বা অন্যদেরকে আমন্ত্রণ জানান। আপনি যেন সবচেয়ে ভাল কোয়ালিটির ভিডিও পডকাস্ট রেকর্ডিং তৈরি করতে পারেন, সেই কাজে সাহায্য করতে আমরা সবসময় প্রস্তুত থাকি। আজই VEED এর মাধ্যমে আপনার ভিডিও পডকাস্ট রেকর্ড করুন!
আপনি কেন একটি ভিডিও পডকাস্ট রেকর্ড করবেন?

ভিডিও কন্টেন্ট এখন সবকিছুতে
ভিডিওসহ পডকাস্ট দিন দিন আরও জনপ্রিয় হয়ে যাচ্ছে এবং আপনাকে অরগানিকভাবে বাড়তে সহায়ক ভিডিওর জন্য সোশ্যাল মিডিয়াগুলো অপটিমাইজ করা থাকে।

সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি
ভিডিওসহ পডকাস্ট রেকর্ড করার পর, আপনি এটিকে সোশ্যাল মিডিয়াতে আপনার শো এর প্রচারের কাজে সহায়ক ভিডিও কন্টেন্ট হিসেবে পুনরায় ব্যবহার করতে পারেন।

নতুন চ্যানেল এক্সপ্লোর করুন
আপনার দ্বারা ভিডিওসহ পডকাস্ট রেকর্ড করার অর্থ হচ্ছে আপনি ইউটিউব এর মত নতুন চ্যানেল এক্সপ্লোর করতে পারেন।
লাইভে যান বা আপনার ভিডিও পডকাস্ট রেকর্ড করুন
একই সাথে ভিন্ন ভিন্ন প্লাটফর্মে লাইভে যান বা শুধু রিমোটলি হাই কোয়ালিটিতে আপনার ভিডিও পডকাস্ট রেকর্ড করুন। আপনার পডকাস্ট ভিডিওকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, লেআউট ও ওভারলে দিয়ে কাস্টমাইজ করে এটিকে আপনার নিজস্ব ইউনিক লুক দিন। রেকর্ডিং শেষ হবার পর আপনাকে একটি সম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট নিয়ে কাজ করতে হয় - আপনি ভিডিওর যে অংশগুলো পছন্দ না, সেগুলো কেটে ফেলতে পারেন বা আপনার সোশ্যাল মিডিয়ার জন্য মজার পার্টগুলো ছোট একটি ক্লিপে রপ্তানি করতে পারেন।

একাই লাইভে যান বা অন্যদেরকে আমন্ত্রণ জানান
VEED আপনাকে লাইভে গিয়ে একাই রেকর্ড করতে বা অন্য অংশগ্রহণকারীদেরকে আমন্ত্রণ জানাতে সাহায্য করে। এর আগে লাইভস্ট্রিম করা বা একটি ভিডিও পডকাস্ট ও রিমোট ইন্টারভিউ রেকর্ড করা এত সহজ কখনই ছিল না। শুধু ইনভাইট লিংকটি কপি করে তা আপনার অতিথিদেরকে পাঠান (আপনি সর্বোচ্চ ৮ জন অতিথি রাখতে পারেন) এবং তাদেরকে সেশনে যোগ দেওয়ার সুযোগ দিন। বিভিন্ন লেআউট থেকে একটি সিলেক্ট করুন বা একটি প্রধান স্পিকার ভিউ সেট করে বর্তমানে কথা বলা অতিথিকে হাইলাইট করুন।

একটি সম্পূর্ণ ট্রান্সক্রিপ্ট পেয়ে যান
একবার আপনার লাইভস্ট্রিম বা রেকর্ডিং শেষ করার পর, আমাদের ভিডিও পডকাস্ট সফটওয়্যার আপনাকে রেকর্ডিং সেশনের একটি সম্পূর্ণ ও সঠিক ট্রান্সক্রিপ্ট তৈরি করে দেয়। টেক্সট দিয়ে আপনি সম্পূর্ণ ভিডিও এডিট করে রপ্তানি করতে পারেন বা আপনি আকর্ষণীয় অংশগুলো হাইলাইট করে রপ্তানি করতে পারেন এবং আপনার সোশ্যাল মিডিয়ার জন্য আরও ভিডিও কন্টেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। .SRT বা .TXT হিসেবে সম্পূর্ণ ট্রান্সক্রিপ্টটি রপ্তানি করার অপশনও আছে।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু ভিডিও পডকাস্ট যুক্ত করা ছাড়াও আরও অনেক কিছু
VEED এর মাধ্যমে আপনি অডিও সরাতে, সাবটাইটেল যুক্ত করতে, ট্রিম, ক্রপ ও আরও অনেক কিছু করতে পারেন। আমাদের ব্রাউজার-ভিত্তিক ভিডিও এডিটর ব্যবহার করা সহজ, সেইসাথে অসম্ভব শক্তিশালী। কোন পূর্ব অভিজ্ঞতা দরকার নেই, আপনি VEED ব্যবহার করে কয়েক মিনিটেই অসাধারণ অনলাইন কন্টেন্ট তৈরি করতে পারেন।
