MKV তে সাবটাইটেল যুক্ত করুন
অটো-সাবটাইটেল, সাবটাইটেল ফাইল আপলোড করুন, বা আপনার মত টাইপ করুন








আপনার MKV ভিডিও ফাইলে সাবটাইটেল যুক্ত করুন
আপনি কি স্থায়ীভাবে আপনার MKV ভিডিও ফাইলে সাবটাইটেল যুক্ত করতে চান? আপনি কি আপনার ভিডিওতে একটি SRT ফাইল যুক্ত করে এটিকে হার্ডকোড করতে চান? আপনি কি আপনার সাবটাইটেল এর টেক্সট, কালার, ফন্ট ও সাইজ পরিবর্তন করতে চান? VEED এর মাধ্যমে আপনি এ সবকিছুই করতে পারেন। আপনার MKV ফাইলে সাবটাইটেল যুক্ত করা সহজ, দ্রুত এবং ফ্রী। শুধু নিচের ধাপগুলো অনুসরণ করুন।
কিভাবে MKV এ সাবটাইটেল যুক্ত করবেন
1ভিডিও (MKV) ফাইল সিলেক্ট করুন
এডিটরে আপনার MKV ভিডিও ফাইলটি শুধু টেনে এনে ছেড়ে দিন। এটি সরাসরি আপনার ব্রাউজারেই কাজ করে।
2সাবটাইটেল ফাইল আপলোড করুন (ঐচ্ছিক)
আপনাকে যদি একটি সাবটাইটেল (যেমন SRT, TXT) ফাইল আপলোড করতে হয়, তাহলে আপনি 'সাবটাইটেল' এ ক্লিক করুন > 'সাবটাইটেল ফাইল আপলোড করুন'।
3অটো ট্রান্সক্রাইব করুন (ঐচ্ছিক)
আপনি জাদুর মত 'অটো ট্রান্সক্রাইব করুন' বাটনটি ক্লিক করুন এবং আমাদের স্পিচ রিকগনিশন সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপনার MKV ভিডিওর জন্য সাবটাইটেল তৈরি করে দিবে।
4এডিট করে ডাউনলোড করুন
আপনি সাবটাইটেল এ যে কোন ধরণের পরিবর্তন করতে পারেন (শুধু টেক্সট বক্সে ক্লিক করে টাইপ করুন) এরপর কাজ শেষ হয়ে গেলে 'রপ্তানি করুন' এ ক্লিক করুন, আর আপনার নতুন সাবটাইটেল ফাইল কয়েক সেকেন্ডেই রেন্ডার হয়ে যাবে। তাহলেই হবে!

'MKV এ সাবটাইটেল যুক্ত করা'র টিউটোরিয়াল
কোন সফটওয়্যার ডাউনলোড করতে হবে না।
আপনাকে MKVMerger বা কোন সফটওয়্যার ডাউনলোড করতে হবে না, আপনি সরাসরি আপনার ব্রাউজার থেকেই সবকিছু করতে পারেন।
সহজেই ব্যবহারযোগ্য
আমাদের টুল ব্যবহার করা একেবারেই সহজ। সাবটাইটেল আপলোড করা, অটো-জেনারেটিং এবং ম্যানুয়ালি সাবটাইটেল এডিট করা কখনও এত সহজ ছিল না।
হার্ডকোড করা সাবটাইটেল, ক্লোজড ক্যাপশন ইত্যাদি
আপনি যদি আপনার MKV ফাইলে স্থায়ীভাবে সাবটাইটেল যুক্ত করতে চান, বা ক্লোজড ক্যাপশন তৈরি করতে চান (পৃথকভাবে আপনার সাবটাইটেল ফাইল ডাউনলোড করুন, যাতে ইউজাররা ক্যাপশন অন/অফ করতে পারে), তাহলে VEED এর মাধ্যমে তা করতে পারেন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী
আরো জানুন:
তারা VEED সম্পর্কে কি বলে
শুধু একটি MKV তে সাবটাইটেল যুক্ত করা ছাড়াও আরও অনেক কিছু
VEED এর অনলাইন ভিডিও এডিটর ব্যবহার করে আপনি শুধু আপনার MKV ফাইলে সাব যুক্ত করা ছাড়াও আরও অনেক কিছু করতে পারেন। আপনি কালার পরিবর্তন করতে পারেন, ইফেক্ট, টেক্সট, প্রোগ্রেস বার ও আরও অনেক কিছু যুক্ত করতে পারেন। VEED.IO একটি সহজেই ব্যবহারযোগ্য অনলাইন ভিডিও এডিটিং প্লাটফর্ম, যা আপনাকে অনলাইনে যে কোন জায়গায় ভিডিও দেখতে সাহায্য করে। এটি ব্যবহার করে দেখুন, একেবারে ফ্রী!
